রাজশাহীতে ২৯ জুলাই মহাসমাবেশ করতে চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক | ২২ জুলাই, ২০১৯ ০০:০০
আগামী ২৯ জুলাই রাজশাহীতে বিভাগীয় মহাসমাবেশ করতে চায় বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশ করা হবে।
সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ২৯ জুলাই দুপুর ২টায় এ মহাসমাবেশ শুরু হবে। নগরীর জিরোপয়েন্ট, মনিচত্বর ও গণকপাড়ার যেকোনো একটি জায়গায় এ সমাবেশ হবে। তবে এখনো পুলিশের কাছে অনুমতির আবেদন করা হয়নি।
গতকাল রবিবার রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত প্রস্তুতিমূলক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মিনু। তিনি বলেন, বিএনপি চরমতম ধৈর্র্য ধরেছে। আর কত? বিএনপি দেশ ও জনগণের বন্ধু, উদার রাজনৈতিক দল। সর্বদা তাদের আন্দোলন চলছে। আন্দোলনের অংশ হিসেবে এ মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে।
মহাসমাবেশের সমন্বয়ক ও রাজশাহী বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, হেলালুজ্জামান তালুকদার লালু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের আটটি জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২২ জুলাই, ২০১৯ ০০:০০

আগামী ২৯ জুলাই রাজশাহীতে বিভাগীয় মহাসমাবেশ করতে চায় বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশ করা হবে।
সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ২৯ জুলাই দুপুর ২টায় এ মহাসমাবেশ শুরু হবে। নগরীর জিরোপয়েন্ট, মনিচত্বর ও গণকপাড়ার যেকোনো একটি জায়গায় এ সমাবেশ হবে। তবে এখনো পুলিশের কাছে অনুমতির আবেদন করা হয়নি।
গতকাল রবিবার রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত প্রস্তুতিমূলক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মিনু। তিনি বলেন, বিএনপি চরমতম ধৈর্র্য ধরেছে। আর কত? বিএনপি দেশ ও জনগণের বন্ধু, উদার রাজনৈতিক দল। সর্বদা তাদের আন্দোলন চলছে। আন্দোলনের অংশ হিসেবে এ মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে।
মহাসমাবেশের সমন্বয়ক ও রাজশাহী বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, হেলালুজ্জামান তালুকদার লালু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের আটটি জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।