ছেলের আঘাতে স্ত্রীকে রক্তাক্ত দেখে মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি | ২৪ জুলাই, ২০১৯ ০০:০০
কুষ্টিয়ার মিরপুরে ছেলের আঘাতে মাথায় রক্তাক্ত স্ত্রীকে দেখে মারা গেছেন রুহুল আমিন (৭০)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মিরপুর উপজেলার চৌদুয়ার গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রুহুল আমিন মৃত আফসার মণ্ডলের ছেলে। আহত স্ত্রী মাহিমা খাতুনকে (৬০) মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের বড় ছেলে আবদুল হালিম বলেন, বাবা রুহুল আমিনের জমিজমা চার ছেলের মধ্যে মৌখিকভাবে বণ্টন করে দেন। এতে তিন ভাইয়ের কোনো আপত্তি না
থাকলেও ছোট ভাই সাজুর (৩০) সঙ্গে বাবা রুহুল আমিনের গতকাল মঙ্গলবার সকালে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মা ছুটে গেলে সাজু মায়ের মাথায় আঘাত করে এবং মাথা ফেটে যায়। বাবা রুহুল আমিন মায়ের মাথা থেকে রক্তঝরা দেখে মাটিতে পড়ে যান। পরে বাবাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি আবুল কালাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মারামারির ঘটনায় জড়িত ছেলে সাজু ও তার স্ত্রী সালমা খাতুন পলাতক।
শেয়ার করুন
কুষ্টিয়া প্রতিনিধি | ২৪ জুলাই, ২০১৯ ০০:০০

কুষ্টিয়ার মিরপুরে ছেলের আঘাতে মাথায় রক্তাক্ত স্ত্রীকে দেখে মারা গেছেন রুহুল আমিন (৭০)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মিরপুর উপজেলার চৌদুয়ার গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রুহুল আমিন মৃত আফসার মণ্ডলের ছেলে। আহত স্ত্রী মাহিমা খাতুনকে (৬০) মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের বড় ছেলে আবদুল হালিম বলেন, বাবা রুহুল আমিনের জমিজমা চার ছেলের মধ্যে মৌখিকভাবে বণ্টন করে দেন। এতে তিন ভাইয়ের কোনো আপত্তি না
থাকলেও ছোট ভাই সাজুর (৩০) সঙ্গে বাবা রুহুল আমিনের গতকাল মঙ্গলবার সকালে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মা ছুটে গেলে সাজু মায়ের মাথায় আঘাত করে এবং মাথা ফেটে যায়। বাবা রুহুল আমিন মায়ের মাথা থেকে রক্তঝরা দেখে মাটিতে পড়ে যান। পরে বাবাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি আবুল কালাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মারামারির ঘটনায় জড়িত ছেলে সাজু ও তার স্ত্রী সালমা খাতুন পলাতক।