সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় মৃত্যুদন্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি | ২৪ জুলাই, ২০১৯ ০০:০০
সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার এ রায় দেন তিনি। দন্ডিত স্বামী কামরুল ইসলাম (৪২) সদর উপজেলার চর বনবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
ট্রাইব্যুনালের সরকারি বিশেষ কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আবদুল হামিদ লাভলু জানান, সদর উপজেলার দিয়ারধানগড়া মহল্লার আবদুল আজিজের মেয়ে মুন্নি খাতুনকে (৩২) ২০১২ সালের ১২ জুলাই ৩ লাখ টাকা যৌতুকের দাবিতে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগ দেওয়ার পর উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এ রায় দেন।
শেয়ার করুন
সিরাজগঞ্জ প্রতিনিধি | ২৪ জুলাই, ২০১৯ ০০:০০

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার এ রায় দেন তিনি। দন্ডিত স্বামী কামরুল ইসলাম (৪২) সদর উপজেলার চর বনবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
ট্রাইব্যুনালের সরকারি বিশেষ কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আবদুল হামিদ লাভলু জানান, সদর উপজেলার দিয়ারধানগড়া মহল্লার আবদুল আজিজের মেয়ে মুন্নি খাতুনকে (৩২) ২০১২ সালের ১২ জুলাই ৩ লাখ টাকা যৌতুকের দাবিতে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগ দেওয়ার পর উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এ রায় দেন।
শেয়ার করুন