বাবাকে হত্যার দায়ে মৃত্যুদন্ড
ঝালকাঠি প্রতিনিধি | ২০ আগস্ট, ২০১৯ ০০:০০
ঝালকাঠিতে পারিবারিক কলহের জেরে বাবাকে পিটিয়ে হত্যার দায়ে আলতাফ হোসেন খন্দকার নামে এক যুবককে মৃত্যুদ- দিয়েছে আদালত।
গতকাল সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদ-প্রাপ্ত আলতাফ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের আবদুল বারেক খন্দকারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১০ এপ্রিল সকালে উত্তর চেচরি গ্রামে ছেলে আলতাফ খন্দকারকে বাড়ির উঠান থেকে ঘরে লাকড়ি তুলতে বলেন বাবা আবদুল বারেক। এ নিয়ে বাগ্্বিত-ার একপর্যায়ে ছেলে তার বাবা আবদুল বারেক খন্দকারকে পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনার তিন দিন পর বরিশালের একটি হাসপাতালে বারেক খন্দকার মারা যান।
এ ঘটনায় নিহতের আরেক ছেলে মঞ্জু খন্দকার বাদী হয়ে ১৩ এপ্রিল কাঁঠালিয়া থানায় আলতাফ খন্দকারকে আসামি করে হত্যা মামলা করেন।
শেয়ার করুন
ঝালকাঠি প্রতিনিধি | ২০ আগস্ট, ২০১৯ ০০:০০

ঝালকাঠিতে পারিবারিক কলহের জেরে বাবাকে পিটিয়ে হত্যার দায়ে আলতাফ হোসেন খন্দকার নামে এক যুবককে মৃত্যুদ- দিয়েছে আদালত।
গতকাল সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদ-প্রাপ্ত আলতাফ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের আবদুল বারেক খন্দকারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১০ এপ্রিল সকালে উত্তর চেচরি গ্রামে ছেলে আলতাফ খন্দকারকে বাড়ির উঠান থেকে ঘরে লাকড়ি তুলতে বলেন বাবা আবদুল বারেক। এ নিয়ে বাগ্্বিত-ার একপর্যায়ে ছেলে তার বাবা আবদুল বারেক খন্দকারকে পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনার তিন দিন পর বরিশালের একটি হাসপাতালে বারেক খন্দকার মারা যান।
এ ঘটনায় নিহতের আরেক ছেলে মঞ্জু খন্দকার বাদী হয়ে ১৩ এপ্রিল কাঁঠালিয়া থানায় আলতাফ খন্দকারকে আসামি করে হত্যা মামলা করেন।