প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলা ২ জনের যাবজ্জীবন
গাজীপুর প্রতিনিধি | ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিদের ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদ-ের আদেশ প্রদান করা হয়। গতকাল রবিবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমএলবি মেছবাহউদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন।
দ-প্রাপ্তরা হলো গাজীপুরের শ্রীপুর এলাকার ফারুক (৩৩) ও রাজেন্দ্রপুর পূর্বের টেক এলাকার বাদশা মিয়া (৩২)। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিল।
স্পেশাল পিপি অ্যাডভোকেট এবিএম আফফান জানান, ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর রাতে শ্রীপুরের মাওনা উত্তরপাড়া এলাকায় রূপালী প্রজেক্টের কাছে দুজন মিলে এক বাকপ্রতিবন্ধী শিশুকে (১২) ধর্ষণ করে। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ধর্ষণকারী অন্য দুজনকে পুলিশ শনাক্ত করতে পারেনি। দীর্ঘ শুনানি শেষে আদালত গতকাল ওই রায় প্রদান করে।
শেয়ার করুন
গাজীপুর প্রতিনিধি | ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০

গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিদের ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদ-ের আদেশ প্রদান করা হয়। গতকাল রবিবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমএলবি মেছবাহউদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন।
দ-প্রাপ্তরা হলো গাজীপুরের শ্রীপুর এলাকার ফারুক (৩৩) ও রাজেন্দ্রপুর পূর্বের টেক এলাকার বাদশা মিয়া (৩২)। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিল।
স্পেশাল পিপি অ্যাডভোকেট এবিএম আফফান জানান, ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর রাতে শ্রীপুরের মাওনা উত্তরপাড়া এলাকায় রূপালী প্রজেক্টের কাছে দুজন মিলে এক বাকপ্রতিবন্ধী শিশুকে (১২) ধর্ষণ করে। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ধর্ষণকারী অন্য দুজনকে পুলিশ শনাক্ত করতে পারেনি। দীর্ঘ শুনানি শেষে আদালত গতকাল ওই রায় প্রদান করে।