সোনাগাজীতে যুবলীগ নেতা নিখোঁজ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি | ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০
সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদাত উল্যাহ (৩৭) নিখোঁজ রয়েছেন। গত মঙ্গলবার বিকেলে তিনি ব্যবসায়ী অংশীদার মাসুদকে দেখতে চট্টগ্রাম হাসপাতালের উদ্দেশে বের হন। এরপর রাত ৮টার দিকে তার সঙ্গে সর্বশেষ মোবাইলে কথা হয় পরিবারের সদস্যদের। এরপর থেকে তার মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে বলে জানিয়েছে শাহাদাতের ভাই এরশাদ উল্যাহ কাওছার। এ ঘটনায় বুধবার রাতে সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এরশাদ উল্যাহ কাওছার বলেন, ব্যবসায়িক অংশীদার নোয়াখালী জেলার সেনবাগ থানার বীজবাগ গ্রামের মাসুদ বেশকিছু দিন যাবৎ অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন শাহাদাত। তবে মাসুদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান শাহাদাত তার কাছে যাননি। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা অজানা আশঙ্কায় ভুগছেন।
স্থানীয়রা জানায়, শাহাদাত রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও এলাকায় তার ক্লিন ইমেজ রয়েছে। রাজনৈতিক কারণে কারও সঙ্গে তিনি বিরোধে জড়াননি। এলাকায় তিনি মৎস্য চাষসহ কয়েক ধরনের ব্যবসার সঙ্গে জড়িত।
শেয়ার করুন
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি | ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০

সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদাত উল্যাহ (৩৭) নিখোঁজ রয়েছেন। গত মঙ্গলবার বিকেলে তিনি ব্যবসায়ী অংশীদার মাসুদকে দেখতে চট্টগ্রাম হাসপাতালের উদ্দেশে বের হন। এরপর রাত ৮টার দিকে তার সঙ্গে সর্বশেষ মোবাইলে কথা হয় পরিবারের সদস্যদের। এরপর থেকে তার মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে বলে জানিয়েছে শাহাদাতের ভাই এরশাদ উল্যাহ কাওছার। এ ঘটনায় বুধবার রাতে সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এরশাদ উল্যাহ কাওছার বলেন, ব্যবসায়িক অংশীদার নোয়াখালী জেলার সেনবাগ থানার বীজবাগ গ্রামের মাসুদ বেশকিছু দিন যাবৎ অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন শাহাদাত। তবে মাসুদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান শাহাদাত তার কাছে যাননি। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা অজানা আশঙ্কায় ভুগছেন।
স্থানীয়রা জানায়, শাহাদাত রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও এলাকায় তার ক্লিন ইমেজ রয়েছে। রাজনৈতিক কারণে কারও সঙ্গে তিনি বিরোধে জড়াননি। এলাকায় তিনি মৎস্য চাষসহ কয়েক ধরনের ব্যবসার সঙ্গে জড়িত।