পটিয়ায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে রাতে অভিযান
চট্টগ্রাম ব্যুরো | ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০
পটিয়ায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিশেষ অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত শাহ আমানত এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান। এ সময় ছয়টি বাসকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, সন্ধ্যা হলেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া রুটে চট্টগ্রাম শহর থেকে নির্ধারিত ২০ টাকা ভাড়ার পরির্বতে ১০০ টাকা পর্যন্ত নেয় বাসগুলো। এ নিয়ে যাত্রী কল্যাণ সমিতি ও সাধারণ যাত্রীদের অভিযোগ নিত্যদিনের; বিশেষ করে বৃহস্পতি, শুক্র ও শনিবার গাড়ির কৃত্রিম সংকট সৃষ্টি করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। সেই সূত্র ধরে বুধবার অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত।
হাবিবুল হাসান বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে যেকোনো সময় অভিযান হবে। প্রাথমিকভাবে জরিমানা করা হচ্ছে। প্রতিকার না হলে পরে কারাদণ্ড দেওয়া হবে।
শেয়ার করুন
চট্টগ্রাম ব্যুরো | ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০

পটিয়ায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিশেষ অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত শাহ আমানত এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান। এ সময় ছয়টি বাসকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, সন্ধ্যা হলেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া রুটে চট্টগ্রাম শহর থেকে নির্ধারিত ২০ টাকা ভাড়ার পরির্বতে ১০০ টাকা পর্যন্ত নেয় বাসগুলো। এ নিয়ে যাত্রী কল্যাণ সমিতি ও সাধারণ যাত্রীদের অভিযোগ নিত্যদিনের; বিশেষ করে বৃহস্পতি, শুক্র ও শনিবার গাড়ির কৃত্রিম সংকট সৃষ্টি করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। সেই সূত্র ধরে বুধবার অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত।
হাবিবুল হাসান বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে যেকোনো সময় অভিযান হবে। প্রাথমিকভাবে জরিমানা করা হচ্ছে। প্রতিকার না হলে পরে কারাদণ্ড দেওয়া হবে।