আশুলিয়ায় ১২শ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন
আশুলিয়া প্রতিনিধি | ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০
আশুলিয়ায় ১ হাজার ২০০ বাসাবাড়ির অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল বিপণন অফিস। আনুমানিক দুই কিলোমিটার অবৈধ বিতরণ লাইন তুলে ফেলা হয় এবং অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত রাইজার এবং ১ ও ২ ইঞ্চি সাইজের ব্যবহৃত পাইপ খুলে জব্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার দোসাইদ ও চারাবাগ এলাকার দুটি ‘স্পটে’ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মো. সায়েমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপক আমিরুল ইসলাম, মহিউদ্দিন, সহব্যবস্থাপক আবদুল মান্নান, সাকিব বিন আবদুল হান্নান, সহকর্মকর্তা এহসানুল হক, সহব্যবস্থাপক ইদ্রিস আলী, ঠিকাদার মো. মনির হোসেনসহ তিতাসের কারিগরি টিমের প্রায় ৮০ জন শ্রমিক।
শেয়ার করুন
আশুলিয়া প্রতিনিধি | ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০

আশুলিয়ায় ১ হাজার ২০০ বাসাবাড়ির অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল বিপণন অফিস। আনুমানিক দুই কিলোমিটার অবৈধ বিতরণ লাইন তুলে ফেলা হয় এবং অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত রাইজার এবং ১ ও ২ ইঞ্চি সাইজের ব্যবহৃত পাইপ খুলে জব্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার দোসাইদ ও চারাবাগ এলাকার দুটি ‘স্পটে’ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মো. সায়েমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপক আমিরুল ইসলাম, মহিউদ্দিন, সহব্যবস্থাপক আবদুল মান্নান, সাকিব বিন আবদুল হান্নান, সহকর্মকর্তা এহসানুল হক, সহব্যবস্থাপক ইদ্রিস আলী, ঠিকাদার মো. মনির হোসেনসহ তিতাসের কারিগরি টিমের প্রায় ৮০ জন শ্রমিক।