মাদারীপুরে দোকান ও বাড়িতে চুরি
মাদারীপুর সংবাদদাতা | ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০
একই রাতে মাদারীপুরের ডাসারে একটি মুদির দোকানে ও একটি বসতবাড়িতে চুরির খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার ভোররাতে এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ডাসার থানার বালিগ্রাম এলাকার কর্ণপাড়া বাজারে শিপন তালুকদার নামে এক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত একটি দোকান নির্মাণ করে মুদি ব্যবসা করে আসছেন। তিনি রাতে দোকানে না থাকার সুযোগে চোরেরা দোকানের পেছনের টিন কেটে ভেতর ঢোকে। এ সময় দোকানে থাকা ৩২ হাজার টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় তারা।
অন্যদিকে একই সময় একই গ্রামের এমারাত তালুকদার নামে এক ব্যবসায়ীর ঘরের সিঁদ কেটে তার ঘর থেকে ১৮ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোরের দল। খবর পেয়ে ডাসার থানার এসআই ফরিদ আহম্মেদ শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ভুক্তভোগী মামলা করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন
মাদারীপুর সংবাদদাতা | ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০

একই রাতে মাদারীপুরের ডাসারে একটি মুদির দোকানে ও একটি বসতবাড়িতে চুরির খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার ভোররাতে এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ডাসার থানার বালিগ্রাম এলাকার কর্ণপাড়া বাজারে শিপন তালুকদার নামে এক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত একটি দোকান নির্মাণ করে মুদি ব্যবসা করে আসছেন। তিনি রাতে দোকানে না থাকার সুযোগে চোরেরা দোকানের পেছনের টিন কেটে ভেতর ঢোকে। এ সময় দোকানে থাকা ৩২ হাজার টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় তারা।
অন্যদিকে একই সময় একই গ্রামের এমারাত তালুকদার নামে এক ব্যবসায়ীর ঘরের সিঁদ কেটে তার ঘর থেকে ১৮ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোরের দল। খবর পেয়ে ডাসার থানার এসআই ফরিদ আহম্মেদ শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ভুক্তভোগী মামলা করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।