মুক্তি পেল সেই ১২১ শিশু
গাজীপুর প্রতিনিধি | ১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০
টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে মুক্তি পেয়েছে ১২১ শিশু। এদের মধ্যে ১২ বছরের নিচে ১১ শিশুকে ছেড়ে দেওয়া হয়। বাকিদের (১২-১৭ বছর) শিশু আদালতের মাধ্যমে জামিন দেওয়া হয়।
হাইকোর্টের আদেশে গত সোমবার রাতে এসব শিশুকে অভিভাবকদের কাছে হস্তান্তর করেন উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মোহাম্মদ এহিয়াতুজ্জামান। তিনি বলেন, ‘আদেশ হাতে পেয়ে শিশুদের মুক্তি দেওয়া হয়। এখন কেন্দ্রে আরও ৮৫৮ শিশু বন্দি রয়েছে।’
মোহাম্মদপুর থেকে ছেলে নিতে এসে রেখা বেগম বলেন, ‘আমার ছেলের কোনো দোষ ছিল না। তারপরও তাকে ধরে নিয়ে এসেছিল। মুক্তি পাওয়ায় ভালো লাগছে। এখন থেকে ছেলেকে চোখে চোখে রাখব।’
সংশ্লিষ্টরা জানান, গত ৩ মে থেকে ১০ আগস্ট পর্যন্ত র্যাব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১২১ শিশুকে কারাদণ্ড দেয়। পরে তাদের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। গত ৩১ অক্টোবর হাইকোর্ট এসব শিশুকে মুক্তি দিতে নির্দেশ দেয়।
শেয়ার করুন
গাজীপুর প্রতিনিধি | ১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে মুক্তি পেয়েছে ১২১ শিশু। এদের মধ্যে ১২ বছরের নিচে ১১ শিশুকে ছেড়ে দেওয়া হয়। বাকিদের (১২-১৭ বছর) শিশু আদালতের মাধ্যমে জামিন দেওয়া হয়।
হাইকোর্টের আদেশে গত সোমবার রাতে এসব শিশুকে অভিভাবকদের কাছে হস্তান্তর করেন উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মোহাম্মদ এহিয়াতুজ্জামান। তিনি বলেন, ‘আদেশ হাতে পেয়ে শিশুদের মুক্তি দেওয়া হয়। এখন কেন্দ্রে আরও ৮৫৮ শিশু বন্দি রয়েছে।’
মোহাম্মদপুর থেকে ছেলে নিতে এসে রেখা বেগম বলেন, ‘আমার ছেলের কোনো দোষ ছিল না। তারপরও তাকে ধরে নিয়ে এসেছিল। মুক্তি পাওয়ায় ভালো লাগছে। এখন থেকে ছেলেকে চোখে চোখে রাখব।’
সংশ্লিষ্টরা জানান, গত ৩ মে থেকে ১০ আগস্ট পর্যন্ত র্যাব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১২১ শিশুকে কারাদণ্ড দেয়। পরে তাদের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। গত ৩১ অক্টোবর হাইকোর্ট এসব শিশুকে মুক্তি দিতে নির্দেশ দেয়।