ফরিদপুর মেডিকেলে পর্দা কেলেঙ্কারি
চারজনকে দুদকে জিজ্ঞাসাবাদ
নিজস্ব প্রতিবেদক | ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের আইসিইউর পর্দা কেলেঙ্কারির ঘটনায় তৎকালীন প্রকল্প পরিচালক এ বি এম শামসুল আলমসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন উপপরিচালক শহীদ উদ্দীনের নেতৃত্বে একটি টিম। প্রকল্প পরিচালক ছাড়াও অন্যরা হলেন শেখ আবদুল ফাতাহ, মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ এনামুল হক।
গত ২০ আগস্ট ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের আইসিইউর কেনাকাটা নিয়ে অনিয়ম, দুর্নীতির ঘটনা তদন্ত করতে দুদককে নির্দেশ দেন উচ্চ আদালত। ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০

ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের আইসিইউর পর্দা কেলেঙ্কারির ঘটনায় তৎকালীন প্রকল্প পরিচালক এ বি এম শামসুল আলমসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন উপপরিচালক শহীদ উদ্দীনের নেতৃত্বে একটি টিম। প্রকল্প পরিচালক ছাড়াও অন্যরা হলেন শেখ আবদুল ফাতাহ, মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ এনামুল হক।
গত ২০ আগস্ট ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের আইসিইউর কেনাকাটা নিয়ে অনিয়ম, দুর্নীতির ঘটনা তদন্ত করতে দুদককে নির্দেশ দেন উচ্চ আদালত। ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শেয়ার করুন