দাবি আদায়ে খুবি উপাচার্যকে স্মারকলিপি
খুবি প্রতিনিধি | ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বিভিন্ন দাবি আদায়ে ছাত্রবিষয়ক পরিচালকের মাধ্যমে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন বরাবর এ স্মারকলিপি পাঠানো হয়।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আবাসন সংকট দূরীকরণ, বেতন ফি কমানো, প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, অগ্রাধিকারভিত্তিক অবকাঠামো নির্মাণ, নির্ধারিত সময়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা।
শেয়ার করুন
খুবি প্রতিনিধি | ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বিভিন্ন দাবি আদায়ে ছাত্রবিষয়ক পরিচালকের মাধ্যমে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন বরাবর এ স্মারকলিপি পাঠানো হয়।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আবাসন সংকট দূরীকরণ, বেতন ফি কমানো, প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, অগ্রাধিকারভিত্তিক অবকাঠামো নির্মাণ, নির্ধারিত সময়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা।
শেয়ার করুন