প্রতিপক্ষের ছোড়া এসিডে ঝলসে গেল ইটভাটা শ্রমিক
সাতক্ষীরা প্রতিনিধি | ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০
কালীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রফিকুল ইসলাম (২৬) নামে এক ইটভাটা শ্রমিককে এসিড মেরে ঝলসে দিয়েছে প্রতিপক্ষ। গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার মাঠকাটি গ্রামে এ ঘটনা ঘটে। রফিক গ্রামের আবদুল গফফার মোল্যার ছেলে।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. হাফিজ উল্লাহ বলেন, রফিকের অবস্থা সংকটাপন্ন। এসিড হামলায় তার শরীরের ৬০ শতাংশ ঝলসে গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তির পরামর্শ দিয়েছি। এখানে তার প্রাথমিক চিকিৎসা চলছে।
কালীগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, ভোর ৪টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাথরুমে যান রফিকুল। বের হওয়ার সময় প্রতিপক্ষরা তার ওপর এসিড হামলা চালায়। এ ঘটনায় মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্বজনরা জানান, হামলাকারী বাবুগাজী, সিরাজ, টুটুল ও শাহীনকে ধাওয়া করেও তারা ধরতে পারেননি। হামলাকারীদের সঙ্গে তাদের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল।
শেয়ার করুন
সাতক্ষীরা প্রতিনিধি | ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০

কালীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রফিকুল ইসলাম (২৬) নামে এক ইটভাটা শ্রমিককে এসিড মেরে ঝলসে দিয়েছে প্রতিপক্ষ। গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার মাঠকাটি গ্রামে এ ঘটনা ঘটে। রফিক গ্রামের আবদুল গফফার মোল্যার ছেলে।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. হাফিজ উল্লাহ বলেন, রফিকের অবস্থা সংকটাপন্ন। এসিড হামলায় তার শরীরের ৬০ শতাংশ ঝলসে গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তির পরামর্শ দিয়েছি। এখানে তার প্রাথমিক চিকিৎসা চলছে।
কালীগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, ভোর ৪টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাথরুমে যান রফিকুল। বের হওয়ার সময় প্রতিপক্ষরা তার ওপর এসিড হামলা চালায়। এ ঘটনায় মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্বজনরা জানান, হামলাকারী বাবুগাজী, সিরাজ, টুটুল ও শাহীনকে ধাওয়া করেও তারা ধরতে পারেননি। হামলাকারীদের সঙ্গে তাদের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল।