ক্রিকেট খেলার ঝগড়া
শাহজাদপুরে হামলা সংঘর্ষে একজন নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি | ২৬ মার্চ, ২০২০ ০০:০০
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চর কাদাই গ্রামে শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গত মঙ্গলবার দুই পক্ষের হামলা সংঘর্ষে আবদুল খালেক প্রামাণিক (৪০) নিহত হয়েছে। তিনি ওই গ্রামের মৃত মনতাজ আলী প্রামাণিকের ছেলে। এ ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ মহির (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে।
শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই রওশন আলী বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেছেন।
শেয়ার করুন
সিরাজগঞ্জ প্রতিনিধি | ২৬ মার্চ, ২০২০ ০০:০০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চর কাদাই গ্রামে শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গত মঙ্গলবার দুই পক্ষের হামলা সংঘর্ষে আবদুল খালেক প্রামাণিক (৪০) নিহত হয়েছে। তিনি ওই গ্রামের মৃত মনতাজ আলী প্রামাণিকের ছেলে। এ ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ মহির (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে।
শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই রওশন আলী বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেছেন।
শেয়ার করুন