ফরিদপুরে করোনার প্রভাবে কর্মহীন দিনমজুর
ফরিদপুর প্রতিনিধি | ২৭ মার্চ, ২০২০ ০০:০০
করোনাভাইরাসের প্রভাবে ফরিদপুর জেলাজুড়ে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিক ও দিনমজুরা। গত তিন দিন জেলার সদর থেকে শুরু করে উপজেলা সদরের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরগুলোতে জনসাধারণে চলাচল সীমিত করা হয়েছে।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঘোষণার পর থেকে এমন অবস্থা বিরাজ করছে সর্বত্র। গতকাল বৃহস্পতিবার থেকে জেলা শহর ও উপজেলাগুলোতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
বৃহস্পতিবার দুপুরে শহরের জনতা ব্যাংক মোড়, প্রেস ক্লাব চত্বর, আলীপুর মোড়, থানা মোড়, ভাঙ্গা রাস্তার মোড়ে গিয়ে দেখা গেছে, ব্যস্ত এই এলাকাগুলো একেবারে ফাঁকা।
এ সময় কথা হয় কয়েকজন দিনমজুরের সঙ্গে। পাবনা থেকে আসা দিনমজুর হাফিজ জানান, ‘আমার মতো অনেকেই এই শহরে কামলা দিতে এসেছে। কিন্তু দুই-তিন দিন হলো কোনো কাজ নেই। বাড়িও যেতে পারছি না।’
জেলা সদরের কানাইপুর থেকে বাইসাইকেলে শহরে আসা কাঠমিস্ত্রি ইব্রাহিম বলেন, ‘কাজের জন্য এসেছি। শহরে কোনো লোক নেই। কীভাবে কাজ পাব। এভাবে বেশি দিন চলতে থাকলে পরিবার নিয়ে বেঁচে থাকতে পারব না।’
শেয়ার করুন
ফরিদপুর প্রতিনিধি | ২৭ মার্চ, ২০২০ ০০:০০

করোনাভাইরাসের প্রভাবে ফরিদপুর জেলাজুড়ে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিক ও দিনমজুরা। গত তিন দিন জেলার সদর থেকে শুরু করে উপজেলা সদরের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরগুলোতে জনসাধারণে চলাচল সীমিত করা হয়েছে।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঘোষণার পর থেকে এমন অবস্থা বিরাজ করছে সর্বত্র। গতকাল বৃহস্পতিবার থেকে জেলা শহর ও উপজেলাগুলোতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
বৃহস্পতিবার দুপুরে শহরের জনতা ব্যাংক মোড়, প্রেস ক্লাব চত্বর, আলীপুর মোড়, থানা মোড়, ভাঙ্গা রাস্তার মোড়ে গিয়ে দেখা গেছে, ব্যস্ত এই এলাকাগুলো একেবারে ফাঁকা।
এ সময় কথা হয় কয়েকজন দিনমজুরের সঙ্গে। পাবনা থেকে আসা দিনমজুর হাফিজ জানান, ‘আমার মতো অনেকেই এই শহরে কামলা দিতে এসেছে। কিন্তু দুই-তিন দিন হলো কোনো কাজ নেই। বাড়িও যেতে পারছি না।’
জেলা সদরের কানাইপুর থেকে বাইসাইকেলে শহরে আসা কাঠমিস্ত্রি ইব্রাহিম বলেন, ‘কাজের জন্য এসেছি। শহরে কোনো লোক নেই। কীভাবে কাজ পাব। এভাবে বেশি দিন চলতে থাকলে পরিবার নিয়ে বেঁচে থাকতে পারব না।’