চুয়াডাঙ্গায় দোকানের সামনে রঙের প্রলেপ
চুয়াডাঙ্গা প্রতিনিধি | ২৭ মার্চ, ২০২০ ০০:০০
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চুয়াডাঙ্গা শহরের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সাদা রঙের প্রলেপ অঙ্কন শুরু করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ হাসান চত্বর থেকে এ কার্যক্রম শুরু করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু নিজ হাতে সাদা রং দিয়ে রেখা অঙ্কন করে দেন। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সম্পাদক জাকির হোসেন জ্যাকিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শহরের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে তিন ফুট দূরত্বে রেখা অঙ্কন করে দেওয়া হয়েছে। এতে করে ওই রেখার মধ্যে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতারা তাদের কাজ শেষ করে বাড়ি ফিরবে।
শেয়ার করুন
চুয়াডাঙ্গা প্রতিনিধি | ২৭ মার্চ, ২০২০ ০০:০০

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চুয়াডাঙ্গা শহরের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সাদা রঙের প্রলেপ অঙ্কন শুরু করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ হাসান চত্বর থেকে এ কার্যক্রম শুরু করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু নিজ হাতে সাদা রং দিয়ে রেখা অঙ্কন করে দেন। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সম্পাদক জাকির হোসেন জ্যাকিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শহরের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে তিন ফুট দূরত্বে রেখা অঙ্কন করে দেওয়া হয়েছে। এতে করে ওই রেখার মধ্যে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতারা তাদের কাজ শেষ করে বাড়ি ফিরবে।
শেয়ার করুন