স্বাস্থ্যবিধি উপেক্ষা, হিলিতে জমজমাট ঈদের বাজার
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি | ২৩ মে, ২০২০ ০০:০০
করোনাভাইরাস রোধে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে লকডাউন বহাল থাকলেও ঈদের বাজারে চলছে জমজমাট কেনাকাটা। গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড় আম্পানের কারণে মানুষের উপস্থিতি কিছুটা কম থাকলেও গতকাল শুক্রবার সকাল থেকেই বাজারে ব্যাপক জনসমাগম দেখা গেছে। দোকানপাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বেশির ভাগ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকান খোলা রাখার কথা থাকলেও এরপরও অনেকে দোকান খোলা রেখে বিক্রি-বাট্টা করছেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রাফিউল আলম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাজারগুলোতে মানুষের সমাগম কমাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন সচেতনতা বৃদ্ধিসহ নানামুখী কাজ করে যাচ্ছে। এরপরও যারা শুনছেন না তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।
হিলি বাজারে আসা আজম খান বলেন, প্রতিদিনই করোনার রোগী বাড়ছে। তবে বাজারে কারও সচেতনতা দেখা যাচ্ছে না। যে যার মতো ঘুরছে, কেনাকাটা করছে। তবে প্রশাসন কড়াকড়ি করলে তো এত ভিড় দেখা যেত না।
শেয়ার করুন
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি | ২৩ মে, ২০২০ ০০:০০

করোনাভাইরাস রোধে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে লকডাউন বহাল থাকলেও ঈদের বাজারে চলছে জমজমাট কেনাকাটা। গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড় আম্পানের কারণে মানুষের উপস্থিতি কিছুটা কম থাকলেও গতকাল শুক্রবার সকাল থেকেই বাজারে ব্যাপক জনসমাগম দেখা গেছে। দোকানপাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বেশির ভাগ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকান খোলা রাখার কথা থাকলেও এরপরও অনেকে দোকান খোলা রেখে বিক্রি-বাট্টা করছেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রাফিউল আলম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাজারগুলোতে মানুষের সমাগম কমাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন সচেতনতা বৃদ্ধিসহ নানামুখী কাজ করে যাচ্ছে। এরপরও যারা শুনছেন না তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।
হিলি বাজারে আসা আজম খান বলেন, প্রতিদিনই করোনার রোগী বাড়ছে। তবে বাজারে কারও সচেতনতা দেখা যাচ্ছে না। যে যার মতো ঘুরছে, কেনাকাটা করছে। তবে প্রশাসন কড়াকড়ি করলে তো এত ভিড় দেখা যেত না।