জামালপুরে করোনায় শ্রমিকের মৃত্যু নতুন আক্রান্ত ১২
জামালপুর প্রতিনিধি | ২৩ মে, ২০২০ ০০:০০
করোনায় আক্রান্ত হয়ে জামালপুরের মেলান্দহের এক পরিবহনশ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের এসকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪।
জেলায় বৃহস্পতিবার এক চিকিৎসকসহ ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদরের চার ও মেলান্দহের আটজন রয়েছেন। জামালপুরে এ নিয়ে মোট ১৬৯ জনের করোনা শনাক্ত হলো।
জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস জানান, ১৯ মে মেলান্দহের ঝাউগড়া ইউনিয়নের কাপাসহাটিয়া গ্রামের ৫৩ বছর বয়সী এক ব্যক্তির করোনা শনাক্ত হয়। ২০ মে তাকে জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আনা হয়। অবস্থার অবনতি হলে তাকে ওই দিনই ময়মনসিংহের এসকে হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়। জামালপুরে এ পর্যন্ত সদরে ৫০, মেলান্দহে ৪৬, ইসলামপুরে ২৬, মাদারগঞ্জে ১৩, সরিষাবাড়ীতে ১৩, বকশীগঞ্জে ১২, দেওয়ানগঞ্জে ৯ জনসহ মোট ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
শেয়ার করুন
জামালপুর প্রতিনিধি | ২৩ মে, ২০২০ ০০:০০

করোনায় আক্রান্ত হয়ে জামালপুরের মেলান্দহের এক পরিবহনশ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের এসকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪।
জেলায় বৃহস্পতিবার এক চিকিৎসকসহ ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদরের চার ও মেলান্দহের আটজন রয়েছেন। জামালপুরে এ নিয়ে মোট ১৬৯ জনের করোনা শনাক্ত হলো।
জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস জানান, ১৯ মে মেলান্দহের ঝাউগড়া ইউনিয়নের কাপাসহাটিয়া গ্রামের ৫৩ বছর বয়সী এক ব্যক্তির করোনা শনাক্ত হয়। ২০ মে তাকে জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আনা হয়। অবস্থার অবনতি হলে তাকে ওই দিনই ময়মনসিংহের এসকে হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়। জামালপুরে এ পর্যন্ত সদরে ৫০, মেলান্দহে ৪৬, ইসলামপুরে ২৬, মাদারগঞ্জে ১৩, সরিষাবাড়ীতে ১৩, বকশীগঞ্জে ১২, দেওয়ানগঞ্জে ৯ জনসহ মোট ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।