ঘূর্ণিঝড় আম্পান
মাগুরায় ৪০ শতাংশ লিচু ঝরে পড়েছে
মাগুরা প্রতিনিধি | ২৩ মে, ২০২০ ০০:০০
আম্পান ঝড়ে মাগুরায় লিচু, আমসহ বিভিন্ন ফল ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। সদর উপজেলার লিচুপল্লী হিসেবেখ্যাত হাজরাপুর, হাজিপুর ও রাঘবদাউড় ইউনিয়নের ৩০ গ্রামের এক হাজার কৃষক ও ব্যাপারী লোকসানের মুখে পড়েছেন। এসব এলাকার ৫৮০ হেক্টর জমির লিচুর ৪০ ভাগই ঝরে পড়েছে। এছাড়া জেলার চার উপজেলার অন্তত এক হাজার হেক্টর জমির আম, কলা, পেঁপেসহ বিভিন্ন ফল ও সবজির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করছে কৃষি বিভাগ।
সদর উপজেলার শিবরামপুর, নড়িহাটি, মির্জাপুর, ইছাখাদা, মিঠাপুরসহ বিভিন্ন এলাকার লিচুবাগান ঘুরে দেখা গেছে, এসব এলাকার প্রতিটি বাগানেই ঝড়ের আঘাতে অনেক লিচু ঝরে পড়েছে। একই সঙ্গে ঝরে পড়েছে আম। ভেঙে গেছে বিপুলসংখ্যক কলা ও পেঁপেগাছ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল আমিন জানান, ঝড় ও বৃষ্টিতে জেলায় মোট এক হাজার হেক্টর জমির ফসলের বেশি ক্ষতি হয়েছে।
শেয়ার করুন
মাগুরা প্রতিনিধি | ২৩ মে, ২০২০ ০০:০০

আম্পান ঝড়ে মাগুরায় লিচু, আমসহ বিভিন্ন ফল ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। সদর উপজেলার লিচুপল্লী হিসেবেখ্যাত হাজরাপুর, হাজিপুর ও রাঘবদাউড় ইউনিয়নের ৩০ গ্রামের এক হাজার কৃষক ও ব্যাপারী লোকসানের মুখে পড়েছেন। এসব এলাকার ৫৮০ হেক্টর জমির লিচুর ৪০ ভাগই ঝরে পড়েছে। এছাড়া জেলার চার উপজেলার অন্তত এক হাজার হেক্টর জমির আম, কলা, পেঁপেসহ বিভিন্ন ফল ও সবজির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করছে কৃষি বিভাগ।
সদর উপজেলার শিবরামপুর, নড়িহাটি, মির্জাপুর, ইছাখাদা, মিঠাপুরসহ বিভিন্ন এলাকার লিচুবাগান ঘুরে দেখা গেছে, এসব এলাকার প্রতিটি বাগানেই ঝড়ের আঘাতে অনেক লিচু ঝরে পড়েছে। একই সঙ্গে ঝরে পড়েছে আম। ভেঙে গেছে বিপুলসংখ্যক কলা ও পেঁপেগাছ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল আমিন জানান, ঝড় ও বৃষ্টিতে জেলায় মোট এক হাজার হেক্টর জমির ফসলের বেশি ক্ষতি হয়েছে।