রূপগঞ্জে দুই গ্রুপের অস্ত্রের মহড়া, গুলি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজন সশস্ত্র মহড়া দিয়েছে। এ সময় দুপক্ষই কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একপক্ষ অন্যপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুপক্ষের পাঁচজন আহত হয়েছে।
সংঘর্ষের পর এলাকায় বিরাজ করছে আতঙ্ক। গত বুধবার রাতে উপজেলার গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকায় ঘটে এ ঘটনা। এ সময় আতঙ্কে ওই এলাকায় সন্ধ্যার পর দোকানপাট বন্ধ করে দিতে হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকায় চাঁদা আদায়সহ বিভিন্ন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদ্যুৎ, ইকরাম, মাসুম বিল্লাহসহ তাদের লোকজনের সঙ্গে রাজন, অলি গংদের কদিন ধরেই বিরোধ চলছিল। হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে উভয় গ্রুপের বিরুদ্ধে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিচুর রহমান মোল্লা জানান, সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি।
শেয়ার করুন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজন সশস্ত্র মহড়া দিয়েছে। এ সময় দুপক্ষই কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একপক্ষ অন্যপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুপক্ষের পাঁচজন আহত হয়েছে।
সংঘর্ষের পর এলাকায় বিরাজ করছে আতঙ্ক। গত বুধবার রাতে উপজেলার গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকায় ঘটে এ ঘটনা। এ সময় আতঙ্কে ওই এলাকায় সন্ধ্যার পর দোকানপাট বন্ধ করে দিতে হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকায় চাঁদা আদায়সহ বিভিন্ন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদ্যুৎ, ইকরাম, মাসুম বিল্লাহসহ তাদের লোকজনের সঙ্গে রাজন, অলি গংদের কদিন ধরেই বিরোধ চলছিল। হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে উভয় গ্রুপের বিরুদ্ধে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিচুর রহমান মোল্লা জানান, সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি।