পুলিশের সংবাদ সম্মেলন
ছয়জনকে সঙ্গে নিয়ে মাকে হত্যা করে ছেলে
নোয়াখালী সংবাদদাতা | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জাহাজমারা গ্রামে গত ৭ অক্টোবর নুরজাহান নামে নারীর খ-িত মরদেহ উদ্ধার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী জেলা পুলিশের সভাকক্ষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ডিআইজি আনোয়ার বলেন, নৃশংস এ হত্যার পরদিন তার ছেলে হুমায়ুন কবির (২৮) বাদী হয়ে চরজব্বার থানায় একটি মামলা করেন। মামলার সূত্র ধরে পুলিশ তদন্তে নামলে হত্যার সঙ্গে সরাসরি সন্তানের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। আটক নিহতের ছেলের বন্ধু নিরব ও কসাই নুর ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাপাতি, বালিশ, কোদাল, ভিকটিমের ব্যবহৃত কাপড় উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের স্বীকারোক্তির তথ্য দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, নূর জাহানের আগের ঘরের সন্তান বেলাল ৪ লাখ টাকা ঋণ করে মারা যায়। ওই ঋণের টাকা পরিশোধ নিয়ে নূর জাহানের সঙ্গে তার বর্তমান স্বামীর ঘরের সন্তান হুমায়ুন কবিরের প্রায়ই ঝগড়া হতো। তারই জের ধরে হুমায়ুন ছয়জনকে সঙ্গে নিয়ে গত ৬ অক্টোবর রাতে মাকে হত্যা করে।
শেয়ার করুন
নোয়াখালী সংবাদদাতা | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জাহাজমারা গ্রামে গত ৭ অক্টোবর নুরজাহান নামে নারীর খ-িত মরদেহ উদ্ধার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী জেলা পুলিশের সভাকক্ষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ডিআইজি আনোয়ার বলেন, নৃশংস এ হত্যার পরদিন তার ছেলে হুমায়ুন কবির (২৮) বাদী হয়ে চরজব্বার থানায় একটি মামলা করেন। মামলার সূত্র ধরে পুলিশ তদন্তে নামলে হত্যার সঙ্গে সরাসরি সন্তানের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। আটক নিহতের ছেলের বন্ধু নিরব ও কসাই নুর ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাপাতি, বালিশ, কোদাল, ভিকটিমের ব্যবহৃত কাপড় উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের স্বীকারোক্তির তথ্য দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, নূর জাহানের আগের ঘরের সন্তান বেলাল ৪ লাখ টাকা ঋণ করে মারা যায়। ওই ঋণের টাকা পরিশোধ নিয়ে নূর জাহানের সঙ্গে তার বর্তমান স্বামীর ঘরের সন্তান হুমায়ুন কবিরের প্রায়ই ঝগড়া হতো। তারই জের ধরে হুমায়ুন ছয়জনকে সঙ্গে নিয়ে গত ৬ অক্টোবর রাতে মাকে হত্যা করে।