বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নিয়োগের দাবিতে স্থানীয় শ্রমিকদের মানববন্ধন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০
দিনাজপুরের পার্বতীপুরে ৫২৫ মেগাওয়াট কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় অভিজ্ঞ শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটি তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করে।
এ সময় ২৮ অক্টোবরের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। এ সময় বক্তব্য রাখেন আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সদস্য সচিব মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সময় স্থানীয়দের কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রাধিকারের কথা বলা হলেও এখন পর্যন্ত তা সম্পূর্ণ বাস্তবায়ন করা হয়নি। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এসএম ওয়াজেদ আলী সরদার বলেন, শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আমাদের কোনো এখতিয়ার নেই।
শেয়ার করুন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০

দিনাজপুরের পার্বতীপুরে ৫২৫ মেগাওয়াট কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় অভিজ্ঞ শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটি তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করে।
এ সময় ২৮ অক্টোবরের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। এ সময় বক্তব্য রাখেন আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সদস্য সচিব মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সময় স্থানীয়দের কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রাধিকারের কথা বলা হলেও এখন পর্যন্ত তা সম্পূর্ণ বাস্তবায়ন করা হয়নি। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এসএম ওয়াজেদ আলী সরদার বলেন, শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আমাদের কোনো এখতিয়ার নেই।