নবীনগরে দিনমজুরকে কুপিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সজীব মিয়া ওরফে সুজন (৪০) নামে একজন দিনমজুর খুন হয়েছেন। গত বুধবার রাতের কোনো একসময় উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। সুজন উপজেলার রতনপুর গ্রামের মৃত কালাম মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীনগর থানার পুলিশ রতনপুর গ্রামের চকবাজার পুকুরপাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।
নবীনগর থানার ওসি (তদন্ত) রুহুল আমিন জানান, গতকাল সকালে রতনপুর গ্রামে বাঁশবাগানে সুজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। তার মাথায় কোপের আঘাত রয়েছে। বুধবার রাতে বের হয়ে আর ঘরে ফেরেননি সুজন।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন জানান, খুনের রহস্য উদঘাটনে পুলিশ মাঠে কাজ করছে।
শেয়ার করুন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সজীব মিয়া ওরফে সুজন (৪০) নামে একজন দিনমজুর খুন হয়েছেন। গত বুধবার রাতের কোনো একসময় উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। সুজন উপজেলার রতনপুর গ্রামের মৃত কালাম মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীনগর থানার পুলিশ রতনপুর গ্রামের চকবাজার পুকুরপাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।
নবীনগর থানার ওসি (তদন্ত) রুহুল আমিন জানান, গতকাল সকালে রতনপুর গ্রামে বাঁশবাগানে সুজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। তার মাথায় কোপের আঘাত রয়েছে। বুধবার রাতে বের হয়ে আর ঘরে ফেরেননি সুজন।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন জানান, খুনের রহস্য উদঘাটনে পুলিশ মাঠে কাজ করছে।
শেয়ার করুন