ভিজিডির চাল আত্মসাৎ
দৌলতপুরে চেয়ারম্যান কারাগারে
কুষ্টিয়া প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০
তৃণমূল পর্যায়ের দুস্থ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তায় বরাদ্দ দেওয়া ভিজিডির চাল আত্মসাতের দায়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইয়েতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতের বিচারক এনামুল হকের আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করেন।
এর আগে ভিজিডি কার্ডধারী সুবিধাবঞ্চিত এক নারীর পক্ষে তার ভাই উপজেলার রিফাইয়েতপুর গ্রামের মুন্না গত ১৭ নভেম্বর চেয়ারম্যানের বিরুদ্ধে কার্ড জালিয়াতি করে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ দেন আদালতে। আদালতের বিচারক অভিযোগটি মামলা হিসেবে আমলে নিয়ে এজাহারভুক্ত করার জন্য দৌলতপুর থানার ওসিকে নির্দেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিফাইয়েতপুর ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু ইউনিয়নের বাসিন্দা রুবিনা খাতুনের ভোটার আইডি কার্ড ব্যবহার করে তার (রুবিনা) নামে একটি ভিজিডি কার্ড তৈরি করেন। চেয়ারম্যান ওই কার্ডের বিপরীতে ২০১৯-২০ অর্থবছরে বরাদ্দ হওয়া সরকারি চাল আত্মসাৎ করেন।
শেয়ার করুন
কুষ্টিয়া প্রতিনিধি | ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০

তৃণমূল পর্যায়ের দুস্থ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তায় বরাদ্দ দেওয়া ভিজিডির চাল আত্মসাতের দায়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইয়েতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতের বিচারক এনামুল হকের আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করেন।
এর আগে ভিজিডি কার্ডধারী সুবিধাবঞ্চিত এক নারীর পক্ষে তার ভাই উপজেলার রিফাইয়েতপুর গ্রামের মুন্না গত ১৭ নভেম্বর চেয়ারম্যানের বিরুদ্ধে কার্ড জালিয়াতি করে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ দেন আদালতে। আদালতের বিচারক অভিযোগটি মামলা হিসেবে আমলে নিয়ে এজাহারভুক্ত করার জন্য দৌলতপুর থানার ওসিকে নির্দেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিফাইয়েতপুর ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু ইউনিয়নের বাসিন্দা রুবিনা খাতুনের ভোটার আইডি কার্ড ব্যবহার করে তার (রুবিনা) নামে একটি ভিজিডি কার্ড তৈরি করেন। চেয়ারম্যান ওই কার্ডের বিপরীতে ২০১৯-২০ অর্থবছরে বরাদ্দ হওয়া সরকারি চাল আত্মসাৎ করেন।