বাবাকে পিটিয়ে, তরুণকে ডেকে নিয়ে হত্যা
রূপান্তর ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ছেলের লাঠিপেটায় খুন হয়েছেন বাবা। একই উপজেলার খাল থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাতপরিচয় তরুণীর গলাকাটা মরদেহ। চট্টগ্রামের হাটহাজারীতে রাতের বেলায় বন্ধুকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে তরুণের বিরুদ্ধে। এছাড়া সাতক্ষীরা ও ঝালকাঠিতে উদ্ধার করা হয়েছে সন্তানসম্ভবাসহ দুই গৃহবধূর লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর :
মুন্সীগঞ্জ : সিরাজদীখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কালীপুর গ্রামে গতকাল বুধবার ছেলের লাঠিপেটায় খুন হয়েছেন বাবা ওহাব সরকার (৭০)। সকাল ৯টার দিকে নিজ বাড়ির পাশের জমিতে চাষাবাদ করতে গেলে ছেলে লিয়াকত সরকার (৫০) বাবা ওহাব সরকারকে লাঠিপেটা করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত ওহাব সরকার চার মেয়ে ও এক ছেলের জনক।
সিরাজদীখান থানার ওসি রিজাউল হক জানান, সম্পত্তি লিখে না দেওয়ায় বাবা ছেলের বিরোধ চলছিল। গতকাল সকালে ওহাব সরকার বাড়ির পাশের জমিতে চাষাবাদ করতে গেলে সেখানে ছুটে যান ছেলে লিয়াকত। পরে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে তার বাবাকে লাঠিপেটা করে। ঘটনার পর ছেলে লিয়াকত পালিয়ে গেছে।
অন্যদিকে সিরাজদীখানের লতব্দী ইউনিয়নের বড় গোয়ালবাড়ী গ্রামের খাল থেকে গতকাল সকালে গলাকাটা অবস্থায় অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় রক্তমাখা ধারালো চাকু জব্দ করা হয়।
সিরাজদীখান থানার ওসি (তদন্ত) এমদাদুল হক বলেন, অনুমান ২৪ বছর বয়সী ওই তরুণীকে রাতের বেলায় গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে লাশ খালের পাশে কচুরিপানার ভেতর লুকিয়ে রাখা হয়। গতকাল সকালে স্থানীয়রা কচুরিপানার ভেতর থেকে দুটি পা বের হয়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে বাড়ি থেকে ডেকে নিয়ে মো. শরিফ (২২) নামে এক তরুণকে খুনের অভিযোগ করেছে তার পরিবার। শরিফ মোহরা এলাকার প্রবাসী নুরন্নবীর ছেলে। গতকাল বুধবার শিকারপুর ইউনিয়নের দক্ষিণ কুয়াইশ এলাকার ভট্টচৌধুরীবাড়ি এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে মদুনাঘাট ফাঁড়ির পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে শরিফের রাকিব নামে এক বন্ধু তাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর ফেরেননি। পরে গতকাল সকালে ডোবায় তার লাশ পাওয়া যায়।
মদুনাঘাট ফাঁড়ির ইনচার্জ জব্বারুল ইসলাম বলেন, মাদক ব্যবসার জেরে এ হত্যাকা- হয়ে থাকতে পারে। রাকিবকে ধরতে পুলিশ তৎপর আছে।
সাতক্ষীরা : পারভিন আক্তার (২৪) নামে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা স্বামী আবদুল খালেককে আটক করে পুলিশে দিয়েছে। গতকাল সকালে ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামে।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন বলেন, ‘পারভিনের হাতে কাটার দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের স্পষ্ট চিহ্ন দেখা গেছে।
ঝালকাঠি : একতলা ভবনের ছাদ থেকে শাহনাজ আখতার (৪৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর ১২টার দিকে পৌর শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকার সদর পুলিশ ফাঁড়ির সামনের ভবনের ছাদ থেকে এ লাশ উদ্ধার করা হয়। শাহনাজ সদর উপজেলার দক্ষিণ পিপলিতা গ্রামের জালাল আহম্মদের মেয়ে ও নেছারাবাদ মাদ্রাসা মসজিদের মুয়াজ্জিন আবদুল আহাদের স্ত্রী। স্থানীয়দের ধারণা, ওই নারীকে হত্যার পর লাশ পাশের ছয়তলা বাড়ির ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ছেলের লাঠিপেটায় খুন হয়েছেন বাবা। একই উপজেলার খাল থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাতপরিচয় তরুণীর গলাকাটা মরদেহ। চট্টগ্রামের হাটহাজারীতে রাতের বেলায় বন্ধুকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে তরুণের বিরুদ্ধে। এছাড়া সাতক্ষীরা ও ঝালকাঠিতে উদ্ধার করা হয়েছে সন্তানসম্ভবাসহ দুই গৃহবধূর লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর :
মুন্সীগঞ্জ : সিরাজদীখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কালীপুর গ্রামে গতকাল বুধবার ছেলের লাঠিপেটায় খুন হয়েছেন বাবা ওহাব সরকার (৭০)। সকাল ৯টার দিকে নিজ বাড়ির পাশের জমিতে চাষাবাদ করতে গেলে ছেলে লিয়াকত সরকার (৫০) বাবা ওহাব সরকারকে লাঠিপেটা করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত ওহাব সরকার চার মেয়ে ও এক ছেলের জনক।
সিরাজদীখান থানার ওসি রিজাউল হক জানান, সম্পত্তি লিখে না দেওয়ায় বাবা ছেলের বিরোধ চলছিল। গতকাল সকালে ওহাব সরকার বাড়ির পাশের জমিতে চাষাবাদ করতে গেলে সেখানে ছুটে যান ছেলে লিয়াকত। পরে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে তার বাবাকে লাঠিপেটা করে। ঘটনার পর ছেলে লিয়াকত পালিয়ে গেছে।
অন্যদিকে সিরাজদীখানের লতব্দী ইউনিয়নের বড় গোয়ালবাড়ী গ্রামের খাল থেকে গতকাল সকালে গলাকাটা অবস্থায় অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় রক্তমাখা ধারালো চাকু জব্দ করা হয়।
সিরাজদীখান থানার ওসি (তদন্ত) এমদাদুল হক বলেন, অনুমান ২৪ বছর বয়সী ওই তরুণীকে রাতের বেলায় গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে লাশ খালের পাশে কচুরিপানার ভেতর লুকিয়ে রাখা হয়। গতকাল সকালে স্থানীয়রা কচুরিপানার ভেতর থেকে দুটি পা বের হয়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে বাড়ি থেকে ডেকে নিয়ে মো. শরিফ (২২) নামে এক তরুণকে খুনের অভিযোগ করেছে তার পরিবার। শরিফ মোহরা এলাকার প্রবাসী নুরন্নবীর ছেলে। গতকাল বুধবার শিকারপুর ইউনিয়নের দক্ষিণ কুয়াইশ এলাকার ভট্টচৌধুরীবাড়ি এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে মদুনাঘাট ফাঁড়ির পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে শরিফের রাকিব নামে এক বন্ধু তাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর ফেরেননি। পরে গতকাল সকালে ডোবায় তার লাশ পাওয়া যায়।
মদুনাঘাট ফাঁড়ির ইনচার্জ জব্বারুল ইসলাম বলেন, মাদক ব্যবসার জেরে এ হত্যাকা- হয়ে থাকতে পারে। রাকিবকে ধরতে পুলিশ তৎপর আছে।
সাতক্ষীরা : পারভিন আক্তার (২৪) নামে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা স্বামী আবদুল খালেককে আটক করে পুলিশে দিয়েছে। গতকাল সকালে ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামে।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন বলেন, ‘পারভিনের হাতে কাটার দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের স্পষ্ট চিহ্ন দেখা গেছে।
ঝালকাঠি : একতলা ভবনের ছাদ থেকে শাহনাজ আখতার (৪৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর ১২টার দিকে পৌর শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকার সদর পুলিশ ফাঁড়ির সামনের ভবনের ছাদ থেকে এ লাশ উদ্ধার করা হয়। শাহনাজ সদর উপজেলার দক্ষিণ পিপলিতা গ্রামের জালাল আহম্মদের মেয়ে ও নেছারাবাদ মাদ্রাসা মসজিদের মুয়াজ্জিন আবদুল আহাদের স্ত্রী। স্থানীয়দের ধারণা, ওই নারীকে হত্যার পর লাশ পাশের ছয়তলা বাড়ির ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে।