অস্ত্রের মহড়ায় আতঙ্ক
রূপগঞ্জে সংঘর্ষে আহত ১০
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় অস্ত্রের মহড়ায় আতঙ্ক বিরাজ করছে মানুষের মনে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টা ও গতকাল বুধবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকায় ঘটে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকায় চাঁদা আদায়সহ বিভিন্ন বিষয়ে আধিপত্য বিস্তার করছে বিদ্যুৎ, ইকরাম, মাসুম বিল্লাহসহ তাদের লোকজন। অন্যদিকে এ আধিপত্য ছিনিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে রাজন, অলিসহ তাদের লোকজন। দীর্ঘদিন এলাকার বাইরে থেকে ফের এলাকায় প্রবেশ করে বেপরোয়া হয়ে উঠেছে রাজন ও বিদ্যুৎ বাহিনীর লোকজন। এতে কয়েক দিন ধরেই উভয় গ্রুপের লোকজনের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজন ও বিদ্যুৎ বাহিনীর মাঝে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে দুপক্ষের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় দুপক্ষই মামলা করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
শেয়ার করুন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় অস্ত্রের মহড়ায় আতঙ্ক বিরাজ করছে মানুষের মনে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টা ও গতকাল বুধবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকায় ঘটে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকায় চাঁদা আদায়সহ বিভিন্ন বিষয়ে আধিপত্য বিস্তার করছে বিদ্যুৎ, ইকরাম, মাসুম বিল্লাহসহ তাদের লোকজন। অন্যদিকে এ আধিপত্য ছিনিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে রাজন, অলিসহ তাদের লোকজন। দীর্ঘদিন এলাকার বাইরে থেকে ফের এলাকায় প্রবেশ করে বেপরোয়া হয়ে উঠেছে রাজন ও বিদ্যুৎ বাহিনীর লোকজন। এতে কয়েক দিন ধরেই উভয় গ্রুপের লোকজনের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজন ও বিদ্যুৎ বাহিনীর মাঝে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে দুপক্ষের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় দুপক্ষই মামলা করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।