কর্ণফুলীতে রাস্তায় বেড়া দেওয়ায় পরিবার অবরুদ্ধ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০
জমিজমা নিয়ে বিরোধের জের ধরে একটি পরিবারকে তিন দিন ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বাড়িতে চলাচলের রাস্তায় দেওয়া হয়েছে বেড়া। ঘটনাটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার খিলপাড়ার। এ ঘটনায় ভুক্তভোগী আবদুল কাদের গত মঙ্গলবার কর্ণফুলী থানায় অভিযোগ দিয়েছেন।
অবরুদ্ধ পরিবারের গৃহকর্তা আবদুল কাদের অভিযোগ করেন, ১৯৯৭ সাল থেকে ১২ শতক কেনা জমিতে ঘর তৈরি করে বসবাস করে আসছি। গত ডিসেম্বরে ঘরটি পাকা করতে গেলে প্রতিবেশী আবদুল করিম ও তার ভাইয়েরা ওই ১২ শতকের মধ্যে জায়গা পাবেন বলে দাবি করেন। গত সোমবার বিকেলে চলাচলের রাস্তায় বেড়া দিয়ে আমাদের অবরুদ্ধ করে রেখেছেন।
তবে আবদুল করিমের ভাই আবদুল মোতালেবসহ অভিযুক্তরা চলাচলের রাস্তাটি তাদের বলে দাবি করেন।
শেয়ার করুন
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে একটি পরিবারকে তিন দিন ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বাড়িতে চলাচলের রাস্তায় দেওয়া হয়েছে বেড়া। ঘটনাটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার খিলপাড়ার। এ ঘটনায় ভুক্তভোগী আবদুল কাদের গত মঙ্গলবার কর্ণফুলী থানায় অভিযোগ দিয়েছেন।
অবরুদ্ধ পরিবারের গৃহকর্তা আবদুল কাদের অভিযোগ করেন, ১৯৯৭ সাল থেকে ১২ শতক কেনা জমিতে ঘর তৈরি করে বসবাস করে আসছি। গত ডিসেম্বরে ঘরটি পাকা করতে গেলে প্রতিবেশী আবদুল করিম ও তার ভাইয়েরা ওই ১২ শতকের মধ্যে জায়গা পাবেন বলে দাবি করেন। গত সোমবার বিকেলে চলাচলের রাস্তায় বেড়া দিয়ে আমাদের অবরুদ্ধ করে রেখেছেন।
তবে আবদুল করিমের ভাই আবদুল মোতালেবসহ অভিযুক্তরা চলাচলের রাস্তাটি তাদের বলে দাবি করেন।
শেয়ার করুন