মাগুরায় ক্লিনিক সিলগালা
মাগুরা প্রতিনিধি | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০
মাগুরায় চিকিৎসক-নার্স না থাকাসহ নানা অব্যবস্থাপনার কারণে মুক্তি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম নামে একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এটির অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মাগুরার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আল এমরানের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।
এনডিসি আল এমরান জানান, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের পূর্ব পাশে আবাসিক এলাকায় নানা অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রাইভেট ক্লিনিকটি পরিচালিত হয়ে আসছিল। চিকিৎসক, নার্স না থাকাসহ নানা অব্যবস্থাপনার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ক্লিনিকটি বন্ধ ঘোষণাসহ এটির অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। অভিযানের সময় মালিক পক্ষ না থাকায় তাদের কোনো জেল জরিমানা করা সম্ভব হয়নি। আগামী দুদিনের মধ্যে ভর্তি রোগীদের অন্যত্র স্থানান্তর করে ক্লিনিকটি পুরোপুরি বন্ধ রাখতে ক্লিনিক কর্তৃপক্ষকে নোটিস দেওয়া হয়েছে।
শেয়ার করুন
মাগুরা প্রতিনিধি | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০

মাগুরায় চিকিৎসক-নার্স না থাকাসহ নানা অব্যবস্থাপনার কারণে মুক্তি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম নামে একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এটির অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মাগুরার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আল এমরানের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।
এনডিসি আল এমরান জানান, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের পূর্ব পাশে আবাসিক এলাকায় নানা অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রাইভেট ক্লিনিকটি পরিচালিত হয়ে আসছিল। চিকিৎসক, নার্স না থাকাসহ নানা অব্যবস্থাপনার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ক্লিনিকটি বন্ধ ঘোষণাসহ এটির অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। অভিযানের সময় মালিক পক্ষ না থাকায় তাদের কোনো জেল জরিমানা করা সম্ভব হয়নি। আগামী দুদিনের মধ্যে ভর্তি রোগীদের অন্যত্র স্থানান্তর করে ক্লিনিকটি পুরোপুরি বন্ধ রাখতে ক্লিনিক কর্তৃপক্ষকে নোটিস দেওয়া হয়েছে।