পঞ্চগড়ে কম্বলের দাবিতে বিক্ষোভ
পঞ্চগড় প্রতিনিধি | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০
পঞ্চগড়ে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি শীতের প্রচ- ঠা-া থেকে ক্ষেতমজুর সমিতির পরিবারদের রক্ষার জন্য বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বর থেকে মিছিলটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে একই দাবিতে ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির পক্ষে সভাপতি মো. আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম মিন্টু জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তালিকাভুক্ত ক্ষেতমজুর পরিবারের সদস্যদের কম্বল বিতরণের দাবি জানানো হয়। এ সময় জেলা সিপিবির সভাপতি রেজাউল ইসলাম, সম্পাদকম-লীর সদস্য ফিরোজা খন্দকার চামেলী, দেবীগঞ্জ উপজেলা সিবিপির সভাপতি হাসান আলী ও বোদা উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি রাম কিশোর উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
পঞ্চগড় প্রতিনিধি | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০

পঞ্চগড়ে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি শীতের প্রচ- ঠা-া থেকে ক্ষেতমজুর সমিতির পরিবারদের রক্ষার জন্য বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বর থেকে মিছিলটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে একই দাবিতে ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির পক্ষে সভাপতি মো. আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম মিন্টু জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তালিকাভুক্ত ক্ষেতমজুর পরিবারের সদস্যদের কম্বল বিতরণের দাবি জানানো হয়। এ সময় জেলা সিপিবির সভাপতি রেজাউল ইসলাম, সম্পাদকম-লীর সদস্য ফিরোজা খন্দকার চামেলী, দেবীগঞ্জ উপজেলা সিবিপির সভাপতি হাসান আলী ও বোদা উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি রাম কিশোর উপস্থিত ছিলেন।
শেয়ার করুন