পৌরসভা নির্বাচন
পাবনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এমপির বিরুদ্ধে
পাবনা প্রতিনিধি | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০
পাবনা পৌর নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্সের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী শরিফ উদ্দিন প্রধান। গত সোমবার রাতে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বরাবর তিনি এ অভিযোগ দেন।
লিখিত অভিযোগে শরিফ উদ্দিন প্রধান বলেন, ঢাকা থেকে ফিরেই গত ১১ জানুয়ারি এমপি গোলাম ফারুক প্রিন্স আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলী মর্তুজা বিশ^াস সনির পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। এর ফলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘিœত হচ্ছে। এমপির এমন কার্যক্রম পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালার ২ ধারার ১২ উপধারার সরাসরি লঙ্ঘন। এতে নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত হওয়া নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।
শরিফ প্রধান বলেন, এমপি গোলাম ফারুক প্রিন্স শুধু প্রচারণায় অংশগ্রহণই নয়, তিনি সরাসরি নৌকার প্রার্থীর পক্ষে ভোটও চাইছেন। যা সামাজিকমাধ্যম ছাড়াও দেশের প্রথমসারির গণমাধ্যমে প্রচারিত হয়েছে। আমি চাই নির্বাচন কমিশন প্রভাবমুক্ত হয়ে এ ব্যপারে ব্যবস্থা গ্রহণ করবে।
তবে পৌরসভা নির্বাচনকেন্দ্রিক দলীয় সভায় অংশগ্রহণের কথা স্বীকার করলেও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ বা ভোট চাননি বলে দাবি করেছেন এমপি গোলাম ফারুক প্রিন্স। তিনি বলেন, দলীয় প্রার্থীর পক্ষে দলীয় সভায় অংশ নেওয়া আমার সাংগঠনিক দায়িত্ব। তবে ভোট চাওয়ার বিষয়টি সঠিক নয়। অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে পাবনা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান বলেন, নির্বাচন পক্ষপাতমুক্ত করতে নির্বাচন কমিশন সজাগ রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন
পাবনা প্রতিনিধি | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০

পাবনা পৌর নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্সের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী শরিফ উদ্দিন প্রধান। গত সোমবার রাতে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বরাবর তিনি এ অভিযোগ দেন।
লিখিত অভিযোগে শরিফ উদ্দিন প্রধান বলেন, ঢাকা থেকে ফিরেই গত ১১ জানুয়ারি এমপি গোলাম ফারুক প্রিন্স আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলী মর্তুজা বিশ^াস সনির পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। এর ফলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘিœত হচ্ছে। এমপির এমন কার্যক্রম পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালার ২ ধারার ১২ উপধারার সরাসরি লঙ্ঘন। এতে নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত হওয়া নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।
শরিফ প্রধান বলেন, এমপি গোলাম ফারুক প্রিন্স শুধু প্রচারণায় অংশগ্রহণই নয়, তিনি সরাসরি নৌকার প্রার্থীর পক্ষে ভোটও চাইছেন। যা সামাজিকমাধ্যম ছাড়াও দেশের প্রথমসারির গণমাধ্যমে প্রচারিত হয়েছে। আমি চাই নির্বাচন কমিশন প্রভাবমুক্ত হয়ে এ ব্যপারে ব্যবস্থা গ্রহণ করবে।
তবে পৌরসভা নির্বাচনকেন্দ্রিক দলীয় সভায় অংশগ্রহণের কথা স্বীকার করলেও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ বা ভোট চাননি বলে দাবি করেছেন এমপি গোলাম ফারুক প্রিন্স। তিনি বলেন, দলীয় প্রার্থীর পক্ষে দলীয় সভায় অংশ নেওয়া আমার সাংগঠনিক দায়িত্ব। তবে ভোট চাওয়ার বিষয়টি সঠিক নয়। অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে পাবনা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান বলেন, নির্বাচন পক্ষপাতমুক্ত করতে নির্বাচন কমিশন সজাগ রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।