ভেজাল গুড়-নোংরা পরিবেশ
মানিকগঞ্জ ও ঝিনাইদহে ৭ জনকে জরিমানা
মানিকগঞ্জ ও ঝিনাইদহ প্রতিনিধি | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০
মানিকগঞ্জের হরিরামপুরে ভেজাল খেজুরের গুড় তৈরির অভিযোগে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বাল্লা এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এ দণ্ড দেন। এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং স্বাস্থ্যবিধি না মানায় ঝিনাইদহের হরিণাকুণ্ডে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে একইদিন দুপুরে ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।
হরিরামপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাল্লা ইউনিয়নের বিভিন্ন স্থানে খেজুরের রসের সঙ্গে চিনি, চুন ও খড়ের পানি মিশিয়ে খেজুরের গুড় তৈরি করে আসছিল বলে অভিযোগ পাওয়া যায়। পরে সেসব এলাকায় অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে সাড়ে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ঝিটকা সরদারপাড়া গ্রামের লাল খাঁকে ১০ হাজার, হাবিবুর রহমানকে ৫ হাজার, আকেজদ্দিনকে ৫ হাজার ও বাল্লা গ্রামের রেহেনা বেগমকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বেশকিছু পরিমাণ ভেজাল গুড় ও পাঁচ হাড়ি চিনিমিশ্রিত খেজুরের রস নষ্ট করা হয়।
অন্যদিকে হরিণাকুন্ডে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে শহরের বিসমিল্লাহ হোটেলকে ৩ হাজার, বিসমিল্লাহ সুইটস হোটেলকে দেড় হাজার ও মাস্ক পরিধান না করায় স্থানীয় সুতা ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
শেয়ার করুন
মানিকগঞ্জ ও ঝিনাইদহ প্রতিনিধি | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০

মানিকগঞ্জের হরিরামপুরে ভেজাল খেজুরের গুড় তৈরির অভিযোগে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বাল্লা এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এ দণ্ড দেন। এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং স্বাস্থ্যবিধি না মানায় ঝিনাইদহের হরিণাকুণ্ডে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে একইদিন দুপুরে ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।
হরিরামপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাল্লা ইউনিয়নের বিভিন্ন স্থানে খেজুরের রসের সঙ্গে চিনি, চুন ও খড়ের পানি মিশিয়ে খেজুরের গুড় তৈরি করে আসছিল বলে অভিযোগ পাওয়া যায়। পরে সেসব এলাকায় অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে সাড়ে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ঝিটকা সরদারপাড়া গ্রামের লাল খাঁকে ১০ হাজার, হাবিবুর রহমানকে ৫ হাজার, আকেজদ্দিনকে ৫ হাজার ও বাল্লা গ্রামের রেহেনা বেগমকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বেশকিছু পরিমাণ ভেজাল গুড় ও পাঁচ হাড়ি চিনিমিশ্রিত খেজুরের রস নষ্ট করা হয়।
অন্যদিকে হরিণাকুন্ডে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে শহরের বিসমিল্লাহ হোটেলকে ৩ হাজার, বিসমিল্লাহ সুইটস হোটেলকে দেড় হাজার ও মাস্ক পরিধান না করায় স্থানীয় সুতা ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।