খুলনায় কমরেড আজিজুর রহমান স্মরণে সভা
নিজস্ব প্রতিবেদক, খুলনা | ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সাবেক সদস্য, তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, খুলনা জেলা শাখার সাবেক আহ্বায়ক, খুলনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সাবেক ভিপি এবং বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের (ইউসিএলবি) সম্পাদকম-লীর সদস্য কমরেড আজিজুর রহমান স্মরণে গতকাল শনিবার বিকেল ৪টায় নগরীর বিএমএ ভবন মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউসিএলবির খুলনা জেলা সম্পাদক ডা. সমরেশ চন্দ্র রায়। বক্তব্য দেন ইউসিএলবির কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য কমরেড অধ্যাপক আবদুস সাত্তার, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় সদস্য নাজিম আহমেদ, তুষার কান্তি দাস, বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, খুলনার সভাপতি আবুল হোসেন, জাতীয় মুক্তি কাউন্সিল সদস্য বরকত আলী।
বক্তারা বলেন, কমরেড আজিজুর রহমান ছিলেন আপাদমস্তক ত্যাগী কমিউনিস্ট। তিনি কৃষক-শ্রমিকসহ শ্রমজীবী মানুষের মুক্তির লক্ষ্যে আজীবন সংগ্রাম করে গেছেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক, খুলনা | ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সাবেক সদস্য, তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, খুলনা জেলা শাখার সাবেক আহ্বায়ক, খুলনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সাবেক ভিপি এবং বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের (ইউসিএলবি) সম্পাদকম-লীর সদস্য কমরেড আজিজুর রহমান স্মরণে গতকাল শনিবার বিকেল ৪টায় নগরীর বিএমএ ভবন মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউসিএলবির খুলনা জেলা সম্পাদক ডা. সমরেশ চন্দ্র রায়। বক্তব্য দেন ইউসিএলবির কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য কমরেড অধ্যাপক আবদুস সাত্তার, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় সদস্য নাজিম আহমেদ, তুষার কান্তি দাস, বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, খুলনার সভাপতি আবুল হোসেন, জাতীয় মুক্তি কাউন্সিল সদস্য বরকত আলী।
বক্তারা বলেন, কমরেড আজিজুর রহমান ছিলেন আপাদমস্তক ত্যাগী কমিউনিস্ট। তিনি কৃষক-শ্রমিকসহ শ্রমজীবী মানুষের মুক্তির লক্ষ্যে আজীবন সংগ্রাম করে গেছেন।