সিলেট গাজীপুরে ২ তরুণ ও লক্ষ্মীপুরে বৃদ্ধ খুন
| ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০
গাজীপুর মহানগরীর মধ্য ছায়াবীথি এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে তরুণকে। সিলেট নগরীর হাওলাদারপাড়ায় ছুরিকাঘাতে তরুণকে হত্যা করা হয়েছে মোবাইল ফোন বিক্রির টাকা লেনদেনকে কেন্দ্র করে। লক্ষ্মীপুরে টাকা লেনদেনকে কেন্দ্র করে বৃদ্ধ অটোরিকশাচালককে পিটিয়ে ও গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া, ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে তরুণের গলিত মরদেহ। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
গাজীপুর : সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে বাগবিতন্ডার পর এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর মধ্য ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সাদেক আলী (৩২)। তিনি শেরপুরের ঝিনাইগাতি থানার বাঁকাকোরা গ্রামের শাহ আলমের ছেলে। তিনি ছায়াবীথি এলাকায় ভাড়া বাসায় থেকে স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বৃহ¯পতিবার রাত সোয়া ৯টার দিকে মধ্য ছায়াবীথি এলাকায় সাদেকের সঙ্গে কাওসারের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে কাওসার ছুরি দিয়ে সাদেকের গলায় আঘাত করে।
সিলেট : নগরীর হাওলাদারপাড়ায় ছুরিকাঘাতে রাজু দাস (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজু দাস হাওলাদারপাড়ার দুলাল চন্দ্র দাসের ছেলে।
জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান নিহত রাজুর স্বজনদের বরাত দিয়ে জানান, মোবাইল ফোন বিক্রির ২শ টাকা দেনা-পাওনা নিয়ে সজিব ও তার সঙ্গের ২-৩ জন রাজুকে বাসা থেকে ডেকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
লক্ষ্মীপুর : পাওনা মাত্র ২শ টাকা না দেওয়ায় লোকমান হোসেন (৬৩) নামে এক বৃদ্ধ অটোরিকশাচালককে পিটিয়ে ও গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন একই গ্রামের চৌকিদার বাড়ির মৃত মকবুল আহমদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চররুহিতা গ্রামের সিরাজ উল্যা পলোয়ানের ছেলে খোরশেদ আলমের ব্যাটারিচালিত অটোরিকশা দৈনিক জমার ভিত্তিতে চালাতেন একই গ্রামের বৃদ্ধ লোকমান হোসেন। কিছুদিন আগে খোরশেদের রিকশা চালানো বাদ দিয়ে অন্য একটি অটোরিকশা চালানো শুরু করেন লোকমান হোসেন। এতে আগের পাওনা ২শ টাকা না দেওয়ায় রাতে খোরশেদ আলম বৃদ্ধ লোকমান হোসেনকে এলোপাতাড়ি পিটিয়ে ও গলাটিপে হত্যা করে।
কেরানীগঞ্জ (ঢাকা) : বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জ তীরে অজ্ঞাত তরুণের (৩৫) লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌপুলিশ। গতকাল শুক্রবার সকালে শুভাঢ্যা ইউনিয়নের ইকবাল চেয়ারম্যানের ডক ইয়ার্ডের সামনে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
শেয়ার করুন
| ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০

গাজীপুর মহানগরীর মধ্য ছায়াবীথি এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে তরুণকে। সিলেট নগরীর হাওলাদারপাড়ায় ছুরিকাঘাতে তরুণকে হত্যা করা হয়েছে মোবাইল ফোন বিক্রির টাকা লেনদেনকে কেন্দ্র করে। লক্ষ্মীপুরে টাকা লেনদেনকে কেন্দ্র করে বৃদ্ধ অটোরিকশাচালককে পিটিয়ে ও গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া, ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে তরুণের গলিত মরদেহ। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
গাজীপুর : সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে বাগবিতন্ডার পর এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর মধ্য ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সাদেক আলী (৩২)। তিনি শেরপুরের ঝিনাইগাতি থানার বাঁকাকোরা গ্রামের শাহ আলমের ছেলে। তিনি ছায়াবীথি এলাকায় ভাড়া বাসায় থেকে স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বৃহ¯পতিবার রাত সোয়া ৯টার দিকে মধ্য ছায়াবীথি এলাকায় সাদেকের সঙ্গে কাওসারের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে কাওসার ছুরি দিয়ে সাদেকের গলায় আঘাত করে।
সিলেট : নগরীর হাওলাদারপাড়ায় ছুরিকাঘাতে রাজু দাস (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজু দাস হাওলাদারপাড়ার দুলাল চন্দ্র দাসের ছেলে।
জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান নিহত রাজুর স্বজনদের বরাত দিয়ে জানান, মোবাইল ফোন বিক্রির ২শ টাকা দেনা-পাওনা নিয়ে সজিব ও তার সঙ্গের ২-৩ জন রাজুকে বাসা থেকে ডেকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
লক্ষ্মীপুর : পাওনা মাত্র ২শ টাকা না দেওয়ায় লোকমান হোসেন (৬৩) নামে এক বৃদ্ধ অটোরিকশাচালককে পিটিয়ে ও গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন একই গ্রামের চৌকিদার বাড়ির মৃত মকবুল আহমদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চররুহিতা গ্রামের সিরাজ উল্যা পলোয়ানের ছেলে খোরশেদ আলমের ব্যাটারিচালিত অটোরিকশা দৈনিক জমার ভিত্তিতে চালাতেন একই গ্রামের বৃদ্ধ লোকমান হোসেন। কিছুদিন আগে খোরশেদের রিকশা চালানো বাদ দিয়ে অন্য একটি অটোরিকশা চালানো শুরু করেন লোকমান হোসেন। এতে আগের পাওনা ২শ টাকা না দেওয়ায় রাতে খোরশেদ আলম বৃদ্ধ লোকমান হোসেনকে এলোপাতাড়ি পিটিয়ে ও গলাটিপে হত্যা করে।
কেরানীগঞ্জ (ঢাকা) : বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জ তীরে অজ্ঞাত তরুণের (৩৫) লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌপুলিশ। গতকাল শুক্রবার সকালে শুভাঢ্যা ইউনিয়নের ইকবাল চেয়ারম্যানের ডক ইয়ার্ডের সামনে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।