অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা
মহেশপুর সীমান্তে আটক ৯
ঝিনাইদহ প্রতিনিধি | ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০
ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় নারী-পুরুষ, শিশু ও দালালসহ ৯ বাংলদেশিকে আটক করেছে বিজিবি।
গত সোমবার রাতে উপজেলার পদ্মপুকুর ও বেতবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।
আটকরা হলেন হাছিনা বেগম, নাদিম আহম্মেদ, কারিনা বেগম, রায়হান শিকদার, শাহজালাল, মিন্টু খাঁ, রিনা বেগম, নাজমা খাতুন ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল মহেশপুরের যাদবপুর পশ্চিমপাড়া গ্রামের আল মামুন।
মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নয়জনকে আটক করা হয়।
শেয়ার করুন
ঝিনাইদহ প্রতিনিধি | ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০

ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় নারী-পুরুষ, শিশু ও দালালসহ ৯ বাংলদেশিকে আটক করেছে বিজিবি।
গত সোমবার রাতে উপজেলার পদ্মপুকুর ও বেতবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।
আটকরা হলেন হাছিনা বেগম, নাদিম আহম্মেদ, কারিনা বেগম, রায়হান শিকদার, শাহজালাল, মিন্টু খাঁ, রিনা বেগম, নাজমা খাতুন ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল মহেশপুরের যাদবপুর পশ্চিমপাড়া গ্রামের আল মামুন।
মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নয়জনকে আটক করা হয়।
শেয়ার করুন