কুষ্টিয়ায় মানববন্ধন
ড্রেন নির্মাণ দ্রুত শেষ করার দাবি
কুষ্টিয়া প্রতিনিধি | ৮ এপ্রিল, ২০২১ ০০:০০
কুষ্টিয়া-ঝিনাইদহ চারলেন মহাসড়কের পশ্চিম পাশে সড়ক বিভাগের ড্রেনের নির্মাণকাজ বন্ধ হওয়ার প্রতিবাদ এবং দ্রুত নির্মাণ সম্পন্ন করে ভোগান্তি নিরসনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় শহরতলির কুমারগাড়ায় এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন।
স্থানীয় পৌর কাউন্সিলর এজাজ আহমেদ বলেন, সড়ক বিভাগ এই ড্রেন নির্মাণের জন্য প্রয়োজনীয় পরিমাণ জমি ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অধিগ্রহণ করে সেই জমির ওপর ড্রেন নির্মাণ করছে। বিদ্যমান অবস্থায় মহাসড়ক ও এলাকাবাসীর বাড়িঘরের মাঝখানে গভীর গর্ত হয়ে থাকায় যাতায়াতে চরম ভোগান্তির মুখে পড়েছে স্থানীয় বাসিন্দারা।
কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম জানান, খুব শিগগিরই সৃষ্ট জটিলতা কাটিয়ে ড্রেন নির্মাণ সম্পন্ন করতে পারব বলে আশা করছি।
শেয়ার করুন
কুষ্টিয়া প্রতিনিধি | ৮ এপ্রিল, ২০২১ ০০:০০

কুষ্টিয়া-ঝিনাইদহ চারলেন মহাসড়কের পশ্চিম পাশে সড়ক বিভাগের ড্রেনের নির্মাণকাজ বন্ধ হওয়ার প্রতিবাদ এবং দ্রুত নির্মাণ সম্পন্ন করে ভোগান্তি নিরসনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় শহরতলির কুমারগাড়ায় এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন।
স্থানীয় পৌর কাউন্সিলর এজাজ আহমেদ বলেন, সড়ক বিভাগ এই ড্রেন নির্মাণের জন্য প্রয়োজনীয় পরিমাণ জমি ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অধিগ্রহণ করে সেই জমির ওপর ড্রেন নির্মাণ করছে। বিদ্যমান অবস্থায় মহাসড়ক ও এলাকাবাসীর বাড়িঘরের মাঝখানে গভীর গর্ত হয়ে থাকায় যাতায়াতে চরম ভোগান্তির মুখে পড়েছে স্থানীয় বাসিন্দারা।
কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম জানান, খুব শিগগিরই সৃষ্ট জটিলতা কাটিয়ে ড্রেন নির্মাণ সম্পন্ন করতে পারব বলে আশা করছি।
শেয়ার করুন