ভোগান্তি নিরসনে সড়ক মেরামত করল পুলিশ
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা | ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্ট খানাখন্দ মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার বলেও সাড়া না পেয়ে অবশেষে নিজ উদ্যোগে তা মেরামত করেছে থানা পুলিশ। মানুষের দুর্ভোগ লাঘব ও ছিনতাই রোধে গতকাল শুক্রবার দুপুরে মহাসড়কের খানাখন্দ মেরামত করে কালিয়াকৈর থানা পুলিশ। পুলিশের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় লোকজন, পরিবহন শ্রমিক ও যাত্রীরা।
সড়ক বিভাগ, রেলওয়ে বিভাগ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকায় বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনের পাশ দিয়ে চলে গেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। ওই রেলস্টেশনের পূর্বপাশে ৩৫০ মিটার রেললাইনের সম্প্রসারণকাজ চলছে। প্রায় ৩ মাস আগে রেললাইনের সম্প্রসারণকাজ শুরু হলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে খানাখন্দের সৃষ্টি হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে মহাসড়কের ওই স্থানে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া ওই স্থানে ধীরগতিতে যান চলাচলের কারণে চলন্ত যানবাহনে ছিনতাই হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ কারণে কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী মহাসড়কের ওই স্থানটি মেরামতের জন্য সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগ, রেল বিভাগ ও কালিয়াকৈর পৌরসভা কর্তৃপক্ষকে অবগত করেন। কিন্তু তারা কেউই মেরামত না করায় তিন মাস ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরে পুলিশের উদ্যোগে গতকাল মহাসড়ক মেরামত করা হয়।
শেয়ার করুন
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা | ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্ট খানাখন্দ মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার বলেও সাড়া না পেয়ে অবশেষে নিজ উদ্যোগে তা মেরামত করেছে থানা পুলিশ। মানুষের দুর্ভোগ লাঘব ও ছিনতাই রোধে গতকাল শুক্রবার দুপুরে মহাসড়কের খানাখন্দ মেরামত করে কালিয়াকৈর থানা পুলিশ। পুলিশের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় লোকজন, পরিবহন শ্রমিক ও যাত্রীরা।
সড়ক বিভাগ, রেলওয়ে বিভাগ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকায় বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনের পাশ দিয়ে চলে গেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। ওই রেলস্টেশনের পূর্বপাশে ৩৫০ মিটার রেললাইনের সম্প্রসারণকাজ চলছে। প্রায় ৩ মাস আগে রেললাইনের সম্প্রসারণকাজ শুরু হলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে খানাখন্দের সৃষ্টি হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে মহাসড়কের ওই স্থানে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া ওই স্থানে ধীরগতিতে যান চলাচলের কারণে চলন্ত যানবাহনে ছিনতাই হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ কারণে কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী মহাসড়কের ওই স্থানটি মেরামতের জন্য সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগ, রেল বিভাগ ও কালিয়াকৈর পৌরসভা কর্তৃপক্ষকে অবগত করেন। কিন্তু তারা কেউই মেরামত না করায় তিন মাস ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরে পুলিশের উদ্যোগে গতকাল মহাসড়ক মেরামত করা হয়।