লক্ষ্মীপুরে নির্বাচনী সহিংসতা
ছাত্রলীগ নেতা হত্যায় চেয়ারম্যানসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুর সংবাদদাতা | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নির্বাচনী সহিংসতায় ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন সজীব হত্যার ঘটনায় ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আমির হোসেন খানকে প্রধান আসামিসহ ২১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০ জনকে আসামি করে গতকাল মঙ্গলবার সকালে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। নিহত সজীবের বোন সোনিয়া আক্তার বাদী হয়ে এই মামলা করেন।
রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শাহানাজ আক্তারের পক্ষে কাজ করে সজীব। নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে দুপুরে স্বতন্ত্র প্রার্থী আমির হোসেনের লোকজন তাকে চাপাতি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হলে ঢাকায় নেওয়ার পথে বিকেলে সে মারা যায়।
শেয়ার করুন
লক্ষ্মীপুর সংবাদদাতা | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নির্বাচনী সহিংসতায় ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন সজীব হত্যার ঘটনায় ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আমির হোসেন খানকে প্রধান আসামিসহ ২১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০ জনকে আসামি করে গতকাল মঙ্গলবার সকালে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। নিহত সজীবের বোন সোনিয়া আক্তার বাদী হয়ে এই মামলা করেন।
রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শাহানাজ আক্তারের পক্ষে কাজ করে সজীব। নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে দুপুরে স্বতন্ত্র প্রার্থী আমির হোসেনের লোকজন তাকে চাপাতি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হলে ঢাকায় নেওয়ার পথে বিকেলে সে মারা যায়।
শেয়ার করুন