ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০
রাজশাহী-ঢাকা রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া ঢালা এলাকায় গতকাল মঙ্গলবার সকালে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ডালিম খাতুন (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি মাটিকোড়া উত্তরপাড়া গ্রামের লিটন হোসেনের স্ত্রী।
এলাকাবাসী জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি মাটিকোড়া ঢালা এলাকা অতিক্রমকালে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তিনি স্বামীর খাবার নিয়ে জমিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. শাহ কামাল জানান, ট্রেনে কাটা পড়ে এক নারী নিহতের ঘটনায় সেখানে পুলিশ পাঠানো হয়। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
শেয়ার করুন
সিরাজগঞ্জ প্রতিনিধি | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০

রাজশাহী-ঢাকা রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া ঢালা এলাকায় গতকাল মঙ্গলবার সকালে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ডালিম খাতুন (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি মাটিকোড়া উত্তরপাড়া গ্রামের লিটন হোসেনের স্ত্রী।
এলাকাবাসী জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি মাটিকোড়া ঢালা এলাকা অতিক্রমকালে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তিনি স্বামীর খাবার নিয়ে জমিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. শাহ কামাল জানান, ট্রেনে কাটা পড়ে এক নারী নিহতের ঘটনায় সেখানে পুলিশ পাঠানো হয়। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।