স্থগিত দুই ইউনিয়নে নৌকা জয়ী
সীতাকৃন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত চট্টগ্রামের সীতাকৃন্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন ও নেত্রকোনা সদরের লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্থগিত হওয়া কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোটগ্রহণ শেষে দুটি ইউনিয়নেই নৌকার প্রার্থী জয়লাভ করেছেন। সীতাকৃন্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নে স্থগিত হওয়া দুটি কেন্দ্রে গতকাল ভোটগ্রহণ হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান জানান, সব কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান শওকত আলী ৭ হাজার ৮০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আরিফুল আলম রাজু পেয়েছেন ৪ হাজার ১৩২ ভোট।
অন্যদিকে নেত্রকোনা সদরের লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের স্থগিত হওয়া বায়রাউড়া ও আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুটিতে গতকাল ভোটগ্রহণ হয়েছে। সব কেন্দ্রের ফলে আওয়ামী লীগ প্রার্থী মো. আজহারুল হক তুহিন ৫ হাজার ৪৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুল কাদের সুজা চশমা প্রতীক নিয়ে ৪ হাজার ৫১৬ ভোট পেয়েছেন।
শেয়ার করুন
সীতাকৃন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত চট্টগ্রামের সীতাকৃন্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন ও নেত্রকোনা সদরের লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্থগিত হওয়া কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোটগ্রহণ শেষে দুটি ইউনিয়নেই নৌকার প্রার্থী জয়লাভ করেছেন। সীতাকৃন্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নে স্থগিত হওয়া দুটি কেন্দ্রে গতকাল ভোটগ্রহণ হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান জানান, সব কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান শওকত আলী ৭ হাজার ৮০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আরিফুল আলম রাজু পেয়েছেন ৪ হাজার ১৩২ ভোট।
অন্যদিকে নেত্রকোনা সদরের লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের স্থগিত হওয়া বায়রাউড়া ও আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুটিতে গতকাল ভোটগ্রহণ হয়েছে। সব কেন্দ্রের ফলে আওয়ামী লীগ প্রার্থী মো. আজহারুল হক তুহিন ৫ হাজার ৪৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুল কাদের সুজা চশমা প্রতীক নিয়ে ৪ হাজার ৫১৬ ভোট পেয়েছেন।