গাজীপুরে ঈশা খাঁর সমাধিস্তম্ভ উদ্বোধন
গাজীপুর প্রতিনিধি | ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুরে বাংলার ইতিহাসে বারো ভূঁইয়ার অন্যতম প্রভাবশালী জমিদার ঈশা খাঁর সমাধিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে সমাধিস্তম্ভ উদ্বোধন করেন। এ উপলক্ষে সমাধিস্তম্ভ প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিবলী সাদিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান ফারুক, সমাজসেবক আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।
সাংসদ মেহের আফরোজ চুমকি বলেন, কালীগঞ্জে ঈশা খাঁর সমাধিস্তম্ভটি আমাদের গৌরবের ও গর্বের বিষয়। তাই এটির যথাযথ সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক বলেন, ঈশা খাঁর সমাধিস্থলটি যদি সংরক্ষণ করা যায় তাহলে ভবিষ্যৎপ্রজন্ম এসব ইতিহাস জেনে এবং সমৃদ্ধ ঐতিহ্যগুলো দেখে তারা জানতে পারবে। ঈশা খাঁর সমাধিস্তম্ভ ঘিরে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে আশা করেন তিনি।
শেয়ার করুন
গাজীপুর প্রতিনিধি | ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুরে বাংলার ইতিহাসে বারো ভূঁইয়ার অন্যতম প্রভাবশালী জমিদার ঈশা খাঁর সমাধিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে সমাধিস্তম্ভ উদ্বোধন করেন। এ উপলক্ষে সমাধিস্তম্ভ প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিবলী সাদিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান ফারুক, সমাজসেবক আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।
সাংসদ মেহের আফরোজ চুমকি বলেন, কালীগঞ্জে ঈশা খাঁর সমাধিস্তম্ভটি আমাদের গৌরবের ও গর্বের বিষয়। তাই এটির যথাযথ সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক বলেন, ঈশা খাঁর সমাধিস্থলটি যদি সংরক্ষণ করা যায় তাহলে ভবিষ্যৎপ্রজন্ম এসব ইতিহাস জেনে এবং সমৃদ্ধ ঐতিহ্যগুলো দেখে তারা জানতে পারবে। ঈশা খাঁর সমাধিস্তম্ভ ঘিরে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে আশা করেন তিনি।