ভৈরবে হামলায় আওয়ামী লীগ নেতা আহত
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০
কিশোরগঞ্জের ভৈরবে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুুপুরে পৌর এলাকার জগন্নাথপুর বেনী বাজারসংলগ্ন পুরাতন ফেরিঘাটে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় সুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত সুজনের ছোট ভাই ভৈরব চেম্বার সদস্য হাজি সাজ্জাদ হোসেন মামুন জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে তাদের প্রতিপক্ষ ভৈরব পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও তার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দুপুরে তার ভাই সুজনের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। তবে কাউন্সিলর হাজি ফজলুর রহমান বলেন, আমার লোকজন হামলা করেনি।
শেয়ার করুন
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০

কিশোরগঞ্জের ভৈরবে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুুপুরে পৌর এলাকার জগন্নাথপুর বেনী বাজারসংলগ্ন পুরাতন ফেরিঘাটে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় সুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত সুজনের ছোট ভাই ভৈরব চেম্বার সদস্য হাজি সাজ্জাদ হোসেন মামুন জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে তাদের প্রতিপক্ষ ভৈরব পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও তার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দুপুরে তার ভাই সুজনের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। তবে কাউন্সিলর হাজি ফজলুর রহমান বলেন, আমার লোকজন হামলা করেনি।
শেয়ার করুন