মির্জাপুরে নৌকা চানমা-ছেলেসহ ৯ জন মির্জাপুর
(টাঙ্গাইল) প্রতিনিধি | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে নৌকার দাবিতে মনোনয়ন যুদ্ধে মাঠে নেমেছেন মা-ছেলেসহ আওয়ামী লীগের ৯ নেতা। ইতিমধ্যে এই ৯ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। আগামী ১৬ জানুয়ারি আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে এ আসনের তফসিল ঘোষণা করা হয়।
নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের ছেলে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খান আহমেদ শুভ, প্রয়াত সাংসদের স্ত্রী উপজেলা আওয়ামী লীগের সদস্য ঝর্ণা হোসেন, তার ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, জেলা আওয়ামী লীগের সদস্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খন্দকার আবদুল হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল ও তৌফিকুর রহমান তালুকদার রাজিব, মধুমতি ব্যাংকের পরিচালক ও ইবিএস গ্রুপের নির্বাহী পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল।
গত ১৬ নভেম্বর মির্জাপুর আসনের সাংসদ একাব্বর হোসেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শেয়ার করুন
(টাঙ্গাইল) প্রতিনিধি | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে নৌকার দাবিতে মনোনয়ন যুদ্ধে মাঠে নেমেছেন মা-ছেলেসহ আওয়ামী লীগের ৯ নেতা। ইতিমধ্যে এই ৯ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। আগামী ১৬ জানুয়ারি আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে এ আসনের তফসিল ঘোষণা করা হয়।
নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের ছেলে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খান আহমেদ শুভ, প্রয়াত সাংসদের স্ত্রী উপজেলা আওয়ামী লীগের সদস্য ঝর্ণা হোসেন, তার ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, জেলা আওয়ামী লীগের সদস্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খন্দকার আবদুল হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল ও তৌফিকুর রহমান তালুকদার রাজিব, মধুমতি ব্যাংকের পরিচালক ও ইবিএস গ্রুপের নির্বাহী পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল।
গত ১৬ নভেম্বর মির্জাপুর আসনের সাংসদ একাব্বর হোসেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।