যশোরে স্বামীর মৃত্যুদন্ড, সুনামগঞ্জে ১ জনের যাবজ্জীবন
যশোর ও সুনামগঞ্জ প্রতিনিধি | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০
সন্তানসম্ভবা স্ত্রীকে হত্যা মামলায় যশোরে আকিমুল ইসলাম নামে একজনকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ রায় ঘোষণা করেন। এ সময় আকিমুল আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আকিমুল যশোরের ঝিকরগাছা উপজেলার নায়রা গ্রামের মৃত অহেদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩১ মে স্ত্রী হালিমা খাতুন তার বাবার কাছ থেকে এক লাখ টাকার চেক এনে দিলেও স্বামী আকিমুল দাবিকৃত ১৫ লাখ টাকা না পেয়ে তাকে পিটিয়ে হত্যা করেন।
অপরদিকে, সুনামগঞ্জের ছাতকে প্রকাশ্যে গুলি করে তেরা মিয়াকে হত্যার ঘটনার ২২ বছর পর ১ জনের যাবজ্জীবন ও ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মহিউদ্দিন মুরাদ এ রায় দেন। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ফারুক আহমদ মধু মিয়া ছাতকের গন্ধর্বপুরের ওহাব মিয়ার ছেলে। আদালত সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ২২ নভেম্বর ছাতক উপজেলার বলারপীর সড়কে নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে ফারুক আহমদ প্রকাশ্যে তেরা মিয়াকে গুলি করে হত্যা করেন।
শেয়ার করুন
যশোর ও সুনামগঞ্জ প্রতিনিধি | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০

সন্তানসম্ভবা স্ত্রীকে হত্যা মামলায় যশোরে আকিমুল ইসলাম নামে একজনকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ রায় ঘোষণা করেন। এ সময় আকিমুল আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আকিমুল যশোরের ঝিকরগাছা উপজেলার নায়রা গ্রামের মৃত অহেদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩১ মে স্ত্রী হালিমা খাতুন তার বাবার কাছ থেকে এক লাখ টাকার চেক এনে দিলেও স্বামী আকিমুল দাবিকৃত ১৫ লাখ টাকা না পেয়ে তাকে পিটিয়ে হত্যা করেন।
অপরদিকে, সুনামগঞ্জের ছাতকে প্রকাশ্যে গুলি করে তেরা মিয়াকে হত্যার ঘটনার ২২ বছর পর ১ জনের যাবজ্জীবন ও ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মহিউদ্দিন মুরাদ এ রায় দেন। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ফারুক আহমদ মধু মিয়া ছাতকের গন্ধর্বপুরের ওহাব মিয়ার ছেলে। আদালত সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ২২ নভেম্বর ছাতক উপজেলার বলারপীর সড়কে নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে ফারুক আহমদ প্রকাশ্যে তেরা মিয়াকে গুলি করে হত্যা করেন।