গৃহবধূ ও ২ তরুণের লাশ উদ্ধার
রূপান্তর ডেস্ক | ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০
মানিকগঞ্জের সিংগাইর ও ঝিনাইদহের মহেশপুরে দুই তরুণের এবং কুমিল্লার মুরাদনগরে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধি ও সংবদদাতাদের পাঠানো খবরÑ
সিংগাইর (মানিকগঞ্জ) : সিংগাইরে লিটন মিয়া (৩৬) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি খুন হয়েছেন বলে দাবি করেছে পরিবার। লিটন উপজেলার জামশা ইউনিয়নের বাস্তা গ্রামের মৃত আহমদ আলীর ছেলে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জমিতে ধান কাটতে যাওয়ার সময় স্থানীয়রা গোলাইডাঙ্গা সেতুর নিচে লাশ পড়ে থাকতে দেখে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে লিটনকে হত্যা করা হয়েছে।
ঝিনাইদহ : মহেশপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর বেদবাড়িয়া গ্রামে নাসিম হোসেন (২৩) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে। নাসিম ওই গ্রামের মমিনুর রহমানের ছেলে এবং তার কিছুটা মানসিক প্রতিবন্ধকতা ছিল। গত ২৭ নভেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
মুরাদনগর (কুমিল্লা) : মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানার কোরবানপুর গ্রামে নাইমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১২টায় বাঙ্গরাবাজার থানা পুলিশ এই লাশ উদ্ধার করে। গৃহবধূ নাইমা কোরবানপুর গ্রামের মহসিন মিয়ার স্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঘেঠা গ্রামের মান্নাফ মিয়ার মেয়ে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০

মানিকগঞ্জের সিংগাইর ও ঝিনাইদহের মহেশপুরে দুই তরুণের এবং কুমিল্লার মুরাদনগরে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধি ও সংবদদাতাদের পাঠানো খবরÑ
সিংগাইর (মানিকগঞ্জ) : সিংগাইরে লিটন মিয়া (৩৬) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি খুন হয়েছেন বলে দাবি করেছে পরিবার। লিটন উপজেলার জামশা ইউনিয়নের বাস্তা গ্রামের মৃত আহমদ আলীর ছেলে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জমিতে ধান কাটতে যাওয়ার সময় স্থানীয়রা গোলাইডাঙ্গা সেতুর নিচে লাশ পড়ে থাকতে দেখে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে লিটনকে হত্যা করা হয়েছে।
ঝিনাইদহ : মহেশপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর বেদবাড়িয়া গ্রামে নাসিম হোসেন (২৩) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে। নাসিম ওই গ্রামের মমিনুর রহমানের ছেলে এবং তার কিছুটা মানসিক প্রতিবন্ধকতা ছিল। গত ২৭ নভেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
মুরাদনগর (কুমিল্লা) : মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানার কোরবানপুর গ্রামে নাইমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১২টায় বাঙ্গরাবাজার থানা পুলিশ এই লাশ উদ্ধার করে। গৃহবধূ নাইমা কোরবানপুর গ্রামের মহসিন মিয়ার স্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঘেঠা গ্রামের মান্নাফ মিয়ার মেয়ে।