বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা
বিরামপুরে কাজি কারাগারে, বরের জরিমানা
দিনাজপুর প্রতিনিধি | ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০
দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে এক কাজিকে ছয় মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বরকে জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের ন্যাটাশন গ্রামে বিয়েবাড়িতে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে কাজি রেহান রেজাকে (৪৭) ছয় মাসের কারাদ- দেওয়া হয়। একই সঙ্গে বর নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের রুবেল ইসলামকে (২২) ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও পরিমল কুমার বলেন, ‘আমি পুলিশ নিয়ে সেখানে অভিযান চালাই। কিন্তু অভিযানের খবর পেয়ে বিয়েবাড়ির অন্যরা পালিয়ে যায়। আমাদের বোকা বানানোর জন্য নাবালিকা মেয়েকে সরিয়ে তার ভাবি বউ সেজে বসে ছিল।
শেয়ার করুন
দিনাজপুর প্রতিনিধি | ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০

দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে এক কাজিকে ছয় মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বরকে জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের ন্যাটাশন গ্রামে বিয়েবাড়িতে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে কাজি রেহান রেজাকে (৪৭) ছয় মাসের কারাদ- দেওয়া হয়। একই সঙ্গে বর নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের রুবেল ইসলামকে (২২) ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও পরিমল কুমার বলেন, ‘আমি পুলিশ নিয়ে সেখানে অভিযান চালাই। কিন্তু অভিযানের খবর পেয়ে বিয়েবাড়ির অন্যরা পালিয়ে যায়। আমাদের বোকা বানানোর জন্য নাবালিকা মেয়েকে সরিয়ে তার ভাবি বউ সেজে বসে ছিল।
শেয়ার করুন