এক যুগ পর বরিশাল-চট্টগ্রাম পথে জাহাজ চলাচল শুরু
বরিশাল সংবাদদাতা | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০
দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর বরিশাল-চট্টগ্রাম নৌপথে জাহাজ চলাচল ফের শুরু হয়েছে। বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) যাত্রীবাহী জাহাজ ‘এমভি তাজউদ্দীন আহমদ’ ৪০০ যাত্রী নিয়ে গত বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে রওনা হয়ে শুক্রবার সকালে বরিশালে পৌঁছায়। এটি শুক্রবার রাত ১০টায় বরিশাল থেকে পুনরায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যদিয়ে প্রায় এক যুগ আগে বন্ধ হয়ে যাওয়া বরিশাল-চট্টগ্রামের নৌযোগাযোগ পুনরায় চালু হল। তবে এই পরিষেবা কবে নাগাদ নিয়মিত হবে তা এখনো নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।
নৌযানটিতে ভ্রমণরত বিআইডব্লিটিসির ডিজিএম গোপাল মজুমদার বলেন, আমরা সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করব। তবে নৌপথে নাব্য সংকট ও নৌসংকেত ব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান বলেন, ‘পরীক্ষামূলক জাহাজটি বরিশালে পাঠিয়েছি, পথের অবস্থা কেমন তা পর্যবেক্ষণের জন্য। পরীক্ষা-নিরীক্ষার পর এ সার্ভিসের দিনক্ষণ ও ভাড়া নির্ধারণ করব।’
শেয়ার করুন
বরিশাল সংবাদদাতা | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০

দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর বরিশাল-চট্টগ্রাম নৌপথে জাহাজ চলাচল ফের শুরু হয়েছে। বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) যাত্রীবাহী জাহাজ ‘এমভি তাজউদ্দীন আহমদ’ ৪০০ যাত্রী নিয়ে গত বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে রওনা হয়ে শুক্রবার সকালে বরিশালে পৌঁছায়। এটি শুক্রবার রাত ১০টায় বরিশাল থেকে পুনরায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যদিয়ে প্রায় এক যুগ আগে বন্ধ হয়ে যাওয়া বরিশাল-চট্টগ্রামের নৌযোগাযোগ পুনরায় চালু হল। তবে এই পরিষেবা কবে নাগাদ নিয়মিত হবে তা এখনো নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।
নৌযানটিতে ভ্রমণরত বিআইডব্লিটিসির ডিজিএম গোপাল মজুমদার বলেন, আমরা সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করব। তবে নৌপথে নাব্য সংকট ও নৌসংকেত ব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান বলেন, ‘পরীক্ষামূলক জাহাজটি বরিশালে পাঠিয়েছি, পথের অবস্থা কেমন তা পর্যবেক্ষণের জন্য। পরীক্ষা-নিরীক্ষার পর এ সার্ভিসের দিনক্ষণ ও ভাড়া নির্ধারণ করব।’