সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউপি
আ.লীগে যোগ দিলেন নবনির্বাচিত চেয়ারম্যান
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০
সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সামসুল আলম সামসু আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল দুপুরে উপজেলা অডিটরিয়ামে ৮টি ইউনিয়নের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত চেয়ারম্যান সামসুল আলম সামসু আওয়ামী লীগে যোগ দেন।
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।
সামসু সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি। তিনি ১৪ বছর নোয়াগাঁও ইউপির চেয়ারম্যান ছিলেন। এবছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আবদুল বাতেন ছাড়াও চারজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর শোচনীয় পরাজয় হয়।
আওয়ামী লীগে যোগদান করে নবনির্বাচিত চেয়ারম্যান তার প্রতিক্রিয়ায় বলেন, আমার পরিবার অনেক আগে থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও আওয়ামী লীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেছি।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন মাহমুদা আক্তার ফেন্সি, সাদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা, পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল প্রমুখ।
শেয়ার করুন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০

সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সামসুল আলম সামসু আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল দুপুরে উপজেলা অডিটরিয়ামে ৮টি ইউনিয়নের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত চেয়ারম্যান সামসুল আলম সামসু আওয়ামী লীগে যোগ দেন।
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।
সামসু সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি। তিনি ১৪ বছর নোয়াগাঁও ইউপির চেয়ারম্যান ছিলেন। এবছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আবদুল বাতেন ছাড়াও চারজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর শোচনীয় পরাজয় হয়।
আওয়ামী লীগে যোগদান করে নবনির্বাচিত চেয়ারম্যান তার প্রতিক্রিয়ায় বলেন, আমার পরিবার অনেক আগে থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও আওয়ামী লীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেছি।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন মাহমুদা আক্তার ফেন্সি, সাদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা, পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল প্রমুখ।