ফেনীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন চেয়ারম্যান
ফেনী প্রতিনিধি | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০
ফেনীর দাগনভূঞা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে পাঁচ ইউপি ও সোনাগাজীতে দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীরা। ফেনীতে এর আগে কোনো ইউপি নির্বাচনে এতসংখ্যক চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হননি।
নির্বাচন অফিস জানায়, গত সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১৬ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নে নূর নবী, রাজাপুর ইউনিয়নে জয়নাল আবেদীন মামুন, পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নে মাসুদ রায়হান, ইয়াকুবপুর ইউনিয়নে আবুল ফোরকান বুলবুল ও মাতুভূঞা ইউনিয়নে আবদুল্লাহ আল মামুন এবং সোনাগাজীর মঙ্গলকান্দি ইউপিতে মোশারফ হোসেন বাদল ও মতিগঞ্জ ইউপিতে রবিউজ্জামান বাবু।
দাগনভূঞা উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা কামাল হোসেন জানান, মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যে উপজেলার ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫ ও সাধারণ সদস্য পদে ৫৫ জন প্রার্থী স্বেচ্ছায় তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ছয়টি ইউনিয়নের মধ্যে সিন্দুরপুর, রাজাপুর, পূর্ব চন্দ্রপুর, ইয়াকুবপুর ও মাতুভূঞা ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী বাদে অন্যান্য প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় এ পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ইউপিগুলোতে ভোট।
শেয়ার করুন
ফেনী প্রতিনিধি | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০

ফেনীর দাগনভূঞা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে পাঁচ ইউপি ও সোনাগাজীতে দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীরা। ফেনীতে এর আগে কোনো ইউপি নির্বাচনে এতসংখ্যক চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হননি।
নির্বাচন অফিস জানায়, গত সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১৬ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নে নূর নবী, রাজাপুর ইউনিয়নে জয়নাল আবেদীন মামুন, পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নে মাসুদ রায়হান, ইয়াকুবপুর ইউনিয়নে আবুল ফোরকান বুলবুল ও মাতুভূঞা ইউনিয়নে আবদুল্লাহ আল মামুন এবং সোনাগাজীর মঙ্গলকান্দি ইউপিতে মোশারফ হোসেন বাদল ও মতিগঞ্জ ইউপিতে রবিউজ্জামান বাবু।
দাগনভূঞা উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা কামাল হোসেন জানান, মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যে উপজেলার ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫ ও সাধারণ সদস্য পদে ৫৫ জন প্রার্থী স্বেচ্ছায় তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ছয়টি ইউনিয়নের মধ্যে সিন্দুরপুর, রাজাপুর, পূর্ব চন্দ্রপুর, ইয়াকুবপুর ও মাতুভূঞা ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী বাদে অন্যান্য প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় এ পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ইউপিগুলোতে ভোট।