অটোরিকশা চলাচলের দাবিতে ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ
ঠাকুরগাঁও প্রতিনিধি | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০
চাঁদাবাজি বন্ধ করা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলের দাবিতে ঠাকুরগাঁওয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালক ও মালিকরা।
গতকাল বুধবার দুপুরে শহরের বালিয়াডাঙ্গী মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ঠাকুরগাঁও জেলা শহরের সঙ্গে বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, রানীশংকৈল, হরিপুর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ ছিল।
অবরোধ চলাকালে বক্তব্য দেন শ্রমিকনেতা আবুল হোসেন, সাদেকুল ইসলামসহ অন্যরা। বক্তারা বলেন, জেলায় দেড় শতাধিক সিএনজিচালিত অটোরিকশা অছে। কিন্তু এসব গাড়ি চলাচলে একটি অসাধু চক্র চাঁদা দাবি করে। এছাড়া জেলা থ্রি-হুইলার (পাগলু) মালিক সমিতির পক্ষ থেকে বিভিন্ন সড়কে তাদের গাড়ি চলাচলে বাধা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে থ্রি-হুইলার (পাগলু) মালিক সমিতির সভাপতি ইন্দ্রজিৎ গুহ ঠাকুরতা বলেন, সিএনজিচালিত অটোরিকশা চলছে। তবে এসব যান চলাচলে বিআরটিএর কোনো অনুমতি নেই। তাই বৃহৎ পরিসরে চলাচল করতে দেওয়া হচ্ছে না।
শেয়ার করুন
ঠাকুরগাঁও প্রতিনিধি | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০

চাঁদাবাজি বন্ধ করা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলের দাবিতে ঠাকুরগাঁওয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালক ও মালিকরা।
গতকাল বুধবার দুপুরে শহরের বালিয়াডাঙ্গী মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ঠাকুরগাঁও জেলা শহরের সঙ্গে বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, রানীশংকৈল, হরিপুর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ ছিল।
অবরোধ চলাকালে বক্তব্য দেন শ্রমিকনেতা আবুল হোসেন, সাদেকুল ইসলামসহ অন্যরা। বক্তারা বলেন, জেলায় দেড় শতাধিক সিএনজিচালিত অটোরিকশা অছে। কিন্তু এসব গাড়ি চলাচলে একটি অসাধু চক্র চাঁদা দাবি করে। এছাড়া জেলা থ্রি-হুইলার (পাগলু) মালিক সমিতির পক্ষ থেকে বিভিন্ন সড়কে তাদের গাড়ি চলাচলে বাধা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে থ্রি-হুইলার (পাগলু) মালিক সমিতির সভাপতি ইন্দ্রজিৎ গুহ ঠাকুরতা বলেন, সিএনজিচালিত অটোরিকশা চলছে। তবে এসব যান চলাচলে বিআরটিএর কোনো অনুমতি নেই। তাই বৃহৎ পরিসরে চলাচল করতে দেওয়া হচ্ছে না।