খুলনায় বকেয়া পরিশোধের দাবিতে অফিস ঘেরাও
নিজস্ব প্রতিবেদক, খুলনা | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০
রাষ্ট্রায়ত্ত পাটকলের অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের পাওনা পরিশোধসহ তিন দফা দাবিতে খুলনা জোনাল অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। রাষ্ট্রায়ত্ত পাটকল করপোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদের উদ্যোগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বেলা ১১টায় নগরীর খালিশপুর চরেরহাট বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) জোনাল অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, ২০১৩ সালের ১ জুলাই থেকে আজ পর্যন্ত প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাইচুটির কোনো টাকা কর্মকর্তা-কর্মচারীরা পায়নি। ফলে অনেক কর্মচারী-কর্মকর্তা বিনা চিকিৎসায় মানবেতর জীবনযাপন করছে। ঘেরাও কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের খুলনা অঞ্চলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক, খুলনা | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০

রাষ্ট্রায়ত্ত পাটকলের অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের পাওনা পরিশোধসহ তিন দফা দাবিতে খুলনা জোনাল অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। রাষ্ট্রায়ত্ত পাটকল করপোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদের উদ্যোগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বেলা ১১টায় নগরীর খালিশপুর চরেরহাট বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) জোনাল অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, ২০১৩ সালের ১ জুলাই থেকে আজ পর্যন্ত প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাইচুটির কোনো টাকা কর্মকর্তা-কর্মচারীরা পায়নি। ফলে অনেক কর্মচারী-কর্মকর্তা বিনা চিকিৎসায় মানবেতর জীবনযাপন করছে। ঘেরাও কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের খুলনা অঞ্চলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন।
শেয়ার করুন